Loading..

উদ্ভাবনের গল্প

৩০ নভেম্বর, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

খুদে বাংলাবিদ

খুদে বাংলাবিদ, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোন ব্যকরণ বই নেই।তাই মাসে দুই দিন ব্যকরণের  পাঠ সংশ্লিষ্ট ব্যকরণ অংশগুলো আরো বেশি উদাহরণের মাধ্যমে    ৪র্থ-৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেওয়া। প্রতিমাসে পরিক্ষা মাধ্যমে একজন খুদে বাংলাবিদ ঘোষ। এভাবে বছর শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী  সেরা খুদে বাংলাবিদ খেতাবপ্রাপ্ত হবে ও পুরস্কৃত হবে।শৈশব  থেকেই বাংলাভাষার শুদ্ধ উচ্চারণ ও সুনিপুণ পাঠক ও লেখক সৃষ্টিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।