Loading..

প্রেজেন্টেশন

০২ ডিসেম্বর, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ণ

ওয়ার্ড প্রসেসসিং

ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে। আর যা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর হল শব্দ প্রক্রিয়াকরণের মাধ্যম বা উপকরণ।

ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ এবং প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ।

আপনি কিবোর্ডের একটি কি বা বাটন প্রেস করলে কম্পিউটারে একটি অক্ষর দেখাচ্ছে। এখন আপনি শুধু আপনার পিসিটাকে অন করে কি বোর্ডে চাপ দিলেই তো আর ওয়ার্ড শো করবে না। ওয়ার্ড শো করাতে আপনাকে অবশ্যই একটি নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড বা এধরনের কিছু এপ্লিকেশন অন করে কিবোর্ড চাপতে হবে।

আপনার উত্তর দেয়ার চেষ্টা করি। আপনি কি-বোর্ড চাপলে যে প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারের নোটপ্যাডে অক্ষর দেখাচ্ছে এটাকে ওয়ার্ড পোসেসিং বলে।

তাহলে আমরা বুঝলাম ওয়ার্ডপ্রসেসিং কি।

ওয়ার্ডপ্রসেসিং এর কাজ কি? কি-বোর্ডের মাধমে পাঠানো সংকেতটাকে দর্শনীয় অক্ষরে বা বর্ণে রুপান্তর করাই এর কাজ।