Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ ডিসেম্বর, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

কেঁচো ও জোক, বিষয়ঃ বিজ্ঞান, শ্রেণিঃ অস্টম শ্রেণি, অ্যানিলিডা পর্ব, পাঠ-২-৫। Earthworms and Jokes, Topic: Science, Class: Eight, Annelida Phase, Lesson-2-5.

পর্বঃ অ্যানিলিডা (Annelida)

প্রাণী রাজ্যের একটি পর্ব অ্যানিলিডা বা অঙ্গুরীমাল। এদের নলাকার, খণ্ডিত দেহ দেখতে ছোট ছোট আংটির (অঙ্গুরী) মালার মতো, তাই নাম ‘অঙ্গুরীমাল’।

উদাহরণ—কেঁচো, জোঁক, নেরিস। পৃথিবীর প্রায় সব নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়।

দেহ নলাকার ও খণ্ডায়িত।

♦ নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

♦ প্রতিটি খণ্ডে সিটা থাকে (জোঁকে থাকে না), যা চলাচলে সহায়তা করে।

♦ সাধারণত সম্পূর্ণ ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়, তবে কোনো কোনো ক্ষেত্রে ফুলকা দিয়ে শ্বসনক্রিয়া চলে।

♦ অন্ত্র পরিবেষ্টিত স্নায়ুবলয় বা নার্ভরিং ও অঙ্কীয় স্নায়ুরজ্জু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি