Loading..

প্রেজেন্টেশন

০৭ ডিসেম্বর, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ

প্রসেসর ও মাদারবোর্ড

প্রসেসর ও মাদারবোর্ড

এটি নির্দিষ্ট পাঠ শিরোনামের উপর একটি সাধারণ প্রেজেন্টেশন যা ক্লাসে উপস্থাপনের সময় আপনি অনুসরণ করতে পারেন।তবে মূল লেকচার আপনার প্রস্তুতির উপরই নির্ভর করবে। আপনি ক্লাসের প্রয়োজনে উপযুক্ত লেকচার প্রদান করবেন। শুধুমাত্র ধারাবাহিকতা, সময় ও প্রয়োজন উপলব্ধি করে এগিয়ে যেতে হবে আপনাকে। আপনার জন্য শুভ কামনা।

প্রসেসর

প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেইন। এটি কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারনত সেটা দেখতে পাই না কিন্তু আমরা যদি কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা দেখতে পারবো। প্রসেসরটি দেখতে পাওয়া যাবে মাদারবোর্ডের মধ্যে লাগানো আছে।



মাদারবোর্ড

মাদারবোর্ড হচ্ছে- অসংখ্য ইলেকট্রনিক্স খুটিনাটি লাগানো আছে, যাকে আমরা মাদারবোর্ড বলি এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটিকে মানব শরীরের সাথে তুলনা করা যায় আবার এটাকে মায়ের মতও বলা যায়। কারন এটি কম্পিউটারের সব যন্ত্রকে আগলে রাখে।