Loading..

প্রকাশনা

০৭ ডিসেম্বর, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

আর কত মৃত্যু - কবিতা - রোজিনা সুলতানা রোজী-০৭-১২-২০২২খ্রিঃ

   আর কত মৃত্যু

রোজিনা সুলতানা রোজী 

 

আর কত মৃত্যু দেখিব হেথায়

আর কত আহাজারী সেথায় ?

এসেছে মহামারী ,এসেছে করোনা

জীবন প্রদীপ নিভিছে অবেলায় ।

 

 

সন্তানহারা মায়ের আর্ত চিৎকার

বাজিছে গগন বিদারী শোক

স্বামী হারা স্ত্রীর ব্যাথিত হৃদয়

দেখেনা সামনে কোনো আলোক ।

পিতাহীন সন্তান আলোহীন পথে

স্মৃতির রোমন্থন বুকে বাজে।

শত শত লাশ হাজারে হাজার

লাখ ছাড়িয়ে কোটিতে আজ

বিশ্ব ছড়িয়ে শোকের মাতম

আহা! যদি বাঁচাইতে পারতাম

মোর পিতা ,মাতা ভ্রাতা ও ভগ্নি।

 

চোখের জলে শেষ বিদায়

কেউবা কবরে কেউবা চিতায়

কত স্বপ্নের  আজ মৃত্যু হেথায়

জানেনা তারা যাবে কোথায় ।

দেখিলে নিজের মায়ের মুখ

ভুলে যায় সব দুখ ।

সব হারিয়ে এতিম শিশু

পায় নাতো  দেখিতে কিছু ।

 

যাবে দিন যাবে বছর

একদা হয়তো হবে শেষ মহামারী ।

আবারো হাসি আবারো গানে

উঠিবে জেগে ফুলেরা ও সবখানে ।

কবে সেদিন আসবে পৃথিবী ?

তুমি হবে নিরাপদ মানবের তরে ।

 

আর দেখিতে চাহিনা মৃত্যু

দেখিতে চাহিনা এমনো ক্রন্দন ।

সেখানে যেতে চাই আমার  মন

যেখানে রইবেনা কোনো আস্ফালন ।

 

কত জ্ঞানী গুণী কত বিজ্ঞজন !

ভাবিছে তোমায় সারা দিন -রাত্রি  ।

কত পরীক্ষা আর কত মেডিসিন ?

তবুও রইনা বেঁচে তাদেরও  প্রাণ ।

 

হে প্রভু ,হে দয়াময় !

ডাকিছে তোমায় সারাদিন রজনী ।

ক্ষমা করো তোমারো সৃষ্টিরে

তুমি যে মোদের রক্ষারো কাণ্ডারি । 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি