Loading..

প্রকাশনা

০৭ ডিসেম্বর, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ

ঝরে যাওয়া স্বপ্ন - কবিতা-রোজিনা সুলতানা রোজী - ০৭-১২-২০২২ খ্রিঃ

ঝরে যাওয়া স্বপ্ন

রোজিনা সুলতানা রোজী 

 

ওগো , তোমার হাতে গোলাপ কেন আজ ?

মহারাণী ,তোমায় পরাবো বলে স্বপ্ন দেখি রোজ

তোমাকে ছাড়া বাঁচবো না আমি এ আমার পণ ।

এলিজার দিকে তাকিয়ে রবিন বলে চলেছে

মনের লালিত বাসনা আর স্বপ্নের কথা ।

তোমাকে করবো বিয়ে তুমি হবে রাজরাণী

প্রতিদিন সন্ধ্যায় দেখা হবে  দুজনার

ঠোঁটে চুম্বন এঁকে দেব  আমি  অতি যতনে ।

ঘর বাঁধার স্বপ্নে বিভোর কপোত কপোতি

স্বপ্নে বাঁচে স্বপ্নে মরে কেটে যায় দিন লিপি।

হঠাৎ  হয়ে গেলো এলোমেলো ভেঙে গেলো স্বপ্ন

যুদ্ধে যাওয়ার আহ্বানে সব হলো পণ্ড ।

সামরিক জান্তা হামলা করেছে জনতার উপর

দেশ মাতাকে বাঁচাতে আমি যে করেছি পণ 

এলিজা আমার সোনাপাখি করোনা কোনো ভয়

যুদ্ধে জিতে ফিরবো আমি করবো তোমায় বরণ।  

রবিনের দিকে চেয়ে কাঁদছে এলিজা অবিরত

 

এই বুঝি শেষ দেখা হলো  হে আমার প্রিয় !

চলে গেলো যুদ্ধে রবিন দেশ মাতৃকার টানে

এলিজার ভালোবাসা আছে যে সাথে ভয় নেই আর মনে

হায়েনার দল ধরে নিয়ে গেলো এলিজাকে

ক্যাম্পে নিয়ে চলে নির্যাতন দিবা নিশিতে।

হে আল্লাহ বাঁচাও আমায় রাখো মোর মিনতি

শত কষ্টের মাঝেও দেখে এলিজা

রবিন আসবে ফিরে করবে তাকে উদ্ধার 

মেহেদি রাঙা লাল শাড়ি পরে  লাজুক মুখে 

নববধু বেশে যাবে সে রবিনের ঘরে ।

 

কত স্বপ্ন ,কত ভালোবাসা এখনো আছে মনে

এলোমেলো চুল ,ক্ষত বিক্ষত দেহে ,স্বপ্ন নিয়ে

 ছেঁড়া শাড়ি পরেএখনো স্বপ্নে বিভোর এলিজা ।

এসো রবিন ,এসো মোর প্রিয়তম

তুমি আসবে  ফিরে  বিজয়ীর  বেশে  এ মোর  বাসনা 

তোমার আলিঙ্গন ভাসাবে আমায় সুখের আবেশে ।

দিন যায় মাস যায় স্বপ্ন বুনে রোজ

একদিন হবে দেশ স্বধীন কাটবে যত ঘোর ।

মুক্তিসেনারা যুদ্ধ করলো হলো যে শহীদ কত

সেনা ক্যাম্প হতে উদ্ধার হলো বীরাঙ্গনা যত ।

উদ্ধার হলো জীর্ণ শীর্ণ দেহের মৃতপ্রায় এলিজা

মুখে কোনো কথা বলে না সেতো ফ্যালফ্যাল করে চায় ।

মন যে তাহার খুঁজে ফেরে শুধু প্রিয়তম রবিনের মুখ

কার মরদেহ নিয়ে যায় ওরা ? খালি হলো কার বুক?

কোন প্রেয়সীর কপাল ভেঙেছে ?কে হলো হাড্ডিসার?

চেয়ে দেখে এলিজা এ যে তার প্রিয়তম।

মাথা ঘুরে গেলো তার ঝাপসা হয়ে এলো দৃষ্টি

বইতে নাহি পারে এলিজা তার কষ্টের ভার ।

ধরাধরি করে তুললো সবাই এলিজার দেহখানি

রবিনের শোকে নিল সে বিদায় মরলো এখনি

শেষ হলো পৃথিবীর মায়া আর স্বপ্নের গাঁথুনি ।  

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি