Loading..

প্রকাশনা

১০ ডিসেম্বর, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ণ

বিজয় কথন - রোজিনা সুলতানা রোজী-কবিতা-১০-১২-২০২২খ্রিঃ

  বিজয় কথন

  রোজিনা সুলতানা রোজী 

 

রাষ্ট্র ভাষা বাংলা চাই ।সেই থেকে হলো শুরু ।

একটা দেশ ,একটা মানচিত্র , একটা ভাষা

নাম হবে যার বাংলাদেশ ।

দফায় দফায় হামলা আর বন্দুক যুদ্ধ

থামাতে পারেনি বাংলার দামাল ছেলেদের ।

এক হতে শত , শত হতে হাজার ,হাজার হতে লক্ষ

মায়ের দামাল ছেলেদের মিছিল ,মিটিং আর

যুদ্ধ জয়ের আনন্দে উত্তাল হলো দেশ ।

২৫ মার্চ কাল রাতে হানাদার বাহিনী  আর

বুদ্ধিজীবীদের হত্যার মধ্য  দিয়ে 

শুরু হলো হামলা আর পাল্টা আক্রমণ ।

চললো যুদ্ধ নয়মাস ধরে 

নিভে গেলো ত্রিশ লক্ষ প্রাণ ।

ধর্ষিতা মা বোনের চিৎকারে

বিষেদাগার হলো বাংলার আকাশ বাতাস

পিছিয়ে যায় না তবু নর পিশাচের   দল ।

সাথে আছে রাজাকার ,আল বদর ,আল শামস

ভাসানীর স্বপ্ন আর বঙ্গবন্ধুর প্রত্যয়

মিলেমিশে হলো একাকার ।

স্বপ্ন যখন স্বাধীন হবে মোর সোনার বাংলা ।

কে আছে পিছিয়ে ?  ভয়ে লুটিয়ে ?

বের হয়ে এসো যা আছে তোমার শক্তি সঞ্চয়ে ।


 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি