Loading..

প্রকাশনা

১০ ডিসেম্বর, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ণ

@@ বিয়ের মেহেদি.................

 

বিয়ের অন্যতম আকর্ষণ মেহেদি। কনের দুহাত ভরা মেহেদি ছাড়া বিয়ে একেবারেই অসম্পূর্ণ। তাই বিয়ের আগে গায়ে হলুদের পরেই অনেকে মেহেদির অনুষ্ঠান করে থাকেন। ঘরোয়া আয়োজনে বিয়ের ক্ষেত্রে হলুদের রাতে দুহাত ভরে মেহেদির কারুকাজ আঁকেন কনে। বরের ক্ষেত্রে হাতে অল্প পরিসরে মেহেদির নানা ডিজাইন নজরকাড়ে। একটা সময় পর্যন্ত মেহেদি গাছের পাতা পাটায় বেটে তার পরেই কনের হাত রাঙানো হতো। হাতের তালুতে লাল বৃত্ত আর আঙুলের এক অংশ পর্যন্ত লাল টুকটুকে রং। আর এতেই বিয়ের সাজের প্রস্তুতি হতো শুরু।

সময় পালটেছে। এখন অনেকেই সুক্ষ কারুকাজে হাতে আঁকেন প্রিয় মানুষের নাম কিংবা তার ছবি। অনেকেই পালকি কিংবা অন্যান্য কারুকাজ ফুটিয়ে তোলেন হাতের তালুতে। বিয়ে মেহেদি মানেই দুই হাত ভরে মেহেদির আলপনা। হাতের উপরে এবং নিচের অংশ ছাড়াও কনুই থেকে উপরের অংশ টুকুতেও মেহেদির আলপনা আঁকেন অনেকেই। পিঠে, কাঁধে, পায়ের পাতাতেও মেহেদির নানা কারুকাজ নজরে আসে। এসব ডিজাইনের ক্ষেত্রে কোন আকৃতির মেহেদি সবচেয়ে ভালো। ছাড়া অনেকেই ট্যাটু বসিয়ে তার মাঝে মেহেদির আলপনা করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি