Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৩ ডিসেম্বর, ২০২২ ০৯:০১ অপরাহ্ণ

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” অনলাইন কোর্স

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” কোর্সটিতে আপনাকে স্বাগত। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহায়তায় এই ভার্চ্যুয়াল শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীটি গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান সুদৃঢ় করা। প্রাথমিকভাবে, এ কর্মসূচীতে ষষ্ঠ শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রমান্বয়ে পরবর্তী শ্রেণিগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।🔷


🙋‍♂️ শিক্ষাবিজ্ঞানের প্রাথমিক ধারণা ও তার বাস্তব প্রয়োগ এবং ষষ্ঠ শ্রেণির গণিতের আটটি অধ্যায়ের ধারাবাহিক আলোচনা ও মূল্যায়ন নিয়ে মোট ১২ টি মডিউল দিয়ে “রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” কোর্সটি সাজানো হয়েছে। 

আপনি এই কোর্সটি সম্পন্ন করুন ✅ এই লিংকে 

https://muktopaath.gov.bd/course-details/939

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি