Loading..

প্রেজেন্টেশন

৩১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৩ অপরাহ্ণ

পাঠ আলোচনা : ভেড়া পালন , শ্রেনি -দাখিল নবম-দশম , বিষয়- কৃষি শিক্ষা । ফাহমিদা বেগম সহকারী শিক্ষক ( কৃষি ),কাকুরা ফাজিল মাদরাসা ময়মনসিংহ ।

ভেড়া নিরীহ প্রাণি । এরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় ।ফলে লালন পালনে ঝামেলা কম । এরা ঘাস খেতে পছন্দ করে ।দানাদার খাদ্য কম লাগে । ভেড়া পশমের জন্য জনপ্রিয় । তবে গোশতের জন্যও  ভেড়া লাভজনক । গোশতে তুলনামুলক চর্বি কম ফলে  সবাই খেতে পারে । আমাদের দেশে ভেড়ার কোন ভালো জাত নেই । ইদানিং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান সাভার ভেড়ার জাত নিয়ে গবেষণা শুরু করেছে । এবং তারা সফলতাও পেয়েছে ্। আমরা যদি দেশীয় ভেড়ার পশম নিয়মিত ছাটাই করি । প্রতিদিন ব্রাশ দিয়ে পশম পরিষ্কার করি তাহলে ভেড়া পালনে  আমাদের সকলের আগ্রহ বাড়বে । কম মুল্যে গোশত খাওয়ার বিকল্প পথ পাওয়া যাবে। সাথে সাথে পশম দিয়ে দেশে কম্বল তৈরির শিল্প গড়ে উঠবে । অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে । তাই আসুন ভেড়া পালনে এগিয়ে আসি ।