Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জানুয়ারি, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

২০২২ সালের ক্যালেন্ডারের পাতা থেকে

২০২২ সালের ক্যালেন্ডারের পাতা থেকে 

জীবন থেকে আরেকটি বছর খসে পড়ার অপেক্ষায়। পাওয়া- না পাওয়া, আনন্দ- বেদনা ও হারানো- অবসাদের বছর ছিল এটি! অভিভাবক তুল্য দুলাভাইকে দিয়ে বছর শুরু ও বন্ধু ভাইকে দিয়ে বছর শেষ! বছরের মধ্যখানে ছোট চাচা শশুর, অভিভাবক তুল্য মেজো ও ছোট ফুফার চির বিদায়ে ব্যথিত পুরো পরিবার! মানসিক ভাবে বিপর্যস্ত ও ক্লান্ত হয়ে পড়েছিল সবাই। 😭😭😭

তারপরও থেমে থাকেনি জীবন। ইচ্ছায়- অনিচ্ছায় চলতে থাকা।বছর জুড়ে আরবি ভাষার খেদমত, ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ পারফরমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ, করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা ক্রেস্ট ও সনদ অর্জন, প্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ, জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত ও সম্মাননা ক্রেস্ট এবং সনদ অর্জন, কোভিড- ১৯ অনলাইন শিক্ষক যোদ্ধা নির্বাচিত, সম্মাননা ক্রেস্ট ও সনদ অর্জন, মুক্তপাঠে অনলাইন প্রশিক্ষণ ও সনদ অর্জন এবং অফলাইন ও অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ ইত্যাদি।🙂🙂🙂

রাত পোহালেই নতুন সূর্য ☀️ উদয়। নতুন নতুন আশা- আকাঙ্ক্ষা। এদিন বাবা- মায়ের কোল উজ্জ্বল করে এসেছিলাম এ পৃথিবীতে।হে আল্লাহ আমাদের জন্য আগামী বছরকে বরকতময় করে দিও। ভালো কাজ বেশি বেশি করার তাওফীক দান করিও। বিশ্বময় শান্তি দান করিও। প্রিয় মাতৃভূমিকে উন্নতি দান ও হেফাজত করিও। আমাদের সবাইকে কবুল করিও। আমিন সুম্মা আমিন। 🤲🤲🤲

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি