বেশী শক্তি প্রদর্শন দূর্বলতারই প্রতিকৃতি।

#বেশি_শক্তিমত্তা_প্রদর্শন_দুর্বলতারই_বহিঃপ্রকাশ_মাত্র!
#শক্তির_আড়ালে_দুর্বলতা #নিজেকে_শক্ত_রাখুন
০ সিটিগোল্ড অরিজিনাল সোনার চেয়ে বেশি চকচক করে। সৌন্দর্যে বেশ উজ্জ্বল দেখায়। আসলে চিকচিক করলেই সোনা হয় না তা ব্যবহারকারী অথবা সোনা সম্পর্কে জ্ঞানহীন ব্যক্তি নাও বুঝতে পারে।
০ এমনই দুর্বলতার প্রকাশ যা আমরা দেখি এক নিমিষেই শেষ হয়ে যাবে, এই বুঝি শক্তির বেড়াজালে সব কিছু কেটে-মেরে নিঃশেষ করে দেবে। আসলে যে যত দুর্বল সে তার বোকামীর বসে তাকে তত শক্ত করে প্রকাশ করতে চায়।
০ সেই প্রকৃত সত্যবাদী সেই, যে যাঁচাই-বাঁছাই করে, চিন্তা করে স্বাভাবিক গতিতে কথা বলে। আসলে যে ক্ষুব্ধ হয়ে, শরীরকে উত্তেজিত করে মুখে প্রলাপ বকে আরেক জনকে হেনস্তা করার জন্য বেশি এবং জোরে কথা বলে, তখন বুঝতে হবে তার কথায় মিথ্যা এবং কথাটা অনেক দুর্বল।
প্রকৃত শক্তিশালী হল-
হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সে ব্যক্তি শক্তিশালী নয়, যে মানুষকে আছাড় দেয় বরং ঐ ব্যক্তিই প্রকৃত শক্তিশালী বীর, যে ক্রোধের সময় নিজেকে সংরক্ষণ করতে সক্ষম । (বোখারী ও মুসলিম)
#বেশি_শক্তি_প্রদর্শন_দুর্বলতার_বহিঃপ্রকাশ

মতামত দিন


মোঃ সাইফুল ইসলাম
অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮০তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য