Loading..

ম্যাগাজিন

০৭ জানুয়ারি, ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা-নিকটতম বন্ধু

নিকটতম বন্ধু

জামিলা খাতুন

******************************

 

বল দেখি এই জগতে

নিকট বন্ধু কে?

তাকে ছাড়া চলবে না

এক মুহূর্ত যে।

আছে সে সব জায়গাতে

সবার মনের মাঝে

তাকে ছাড়া মানুষ বাঁচে না যে,

মানুষ হয়ে করি মোরা

সেই বন্ধুকেই বত্ব।

তাকে ছাড়া মানুষের বাঁচার

নেইকো কোন পথ।

তাইতো বলি তাদের কভু

করোনা গো হেলা।

তাদের ছাড়া মোদের জীবনের

চলবেনা গো ভেলা।

ঝড় - বাদলা আসলে পরে

বাঁচায় মোদের প্রাণ।

তার জন্যই পেয়েছি মোরা

নির্মল ঘ্রাণ।

নিকটতম বন্ধু সে যে, গাছ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি