Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৮ জানুয়ারি, ২০২৩ ০১:০৬ পূর্বাহ্ণ

নতুন কারিকুলাম বিশ্ব মানের কারিকুলাম, রোকসানা আক্তার সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)

★★ছবিগুলো আমার নিজের তোলা। 

২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে আমি নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ের ১৫ দিনের 

প্রশিক্ষণের সুযোগ পাই।

 প্রশিক্ষণের অংশ হিসেবে অকল্যান্ডের একটি স্কুল

 ' টাকা পুনা গ্রামার স্কুল 'ভিজিটে যাই আমাদের টিম।


আমরা জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক টাকা পুনা বিচে যাই ক্লাস দেখতে।

আমাদেরকে সাথে নিয়ে বিচে  ক্লাসে যান শিক্ষক এবং ৩০ জন শিক্ষার্থী। 

ক্লাসটি ছিল অষ্টম শ্রেণির বিজ্ঞান। 

লক্ষ্য করলে দেখতে পাবেন 

√√ শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করছে।

√√ শিক্ষক তাদেরকে সহযোগিতা করছেন ( ১টা ছবিতে)। 

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাস করছে।শিক্ষক নির্দেশনা দিয়েই কাজ করাচ্ছেন।

অনেক ভালো লেগেছিল। 


ঠিক একরকমই আমাদের নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ের

 শিখন যোগ্যতা অর্জন ও শিখন শিখানো কার্যক্রম।


নতুন কারিকুলামে শিক্ষক এভাবেই সহযোগীতা  করবেন। কিন্তু সব কাজ শিক্ষার্থীরাই করবে।


নতুন কারিকুলাম 

বিশ্ব মানের কারিকুলাম। 

এর বাস্তবায়নে আমাদের সকলের  মানসিকতা অবশ্যই পজিটিভ রাখতে হবে।


বিচে ১ ঘন্টা ক্লাস করেও শিক্ষার্থীদের কয়েকজন আমার পাশে এসে বসল এবং আমার বিভিন্ন প্রশ্নের উত্তরও দিল।

নতুন কারিকুলামে বিজ্ঞান বিষয় আমাদের শিক্ষার্থীরা এভাবেই আনন্দের সাথে শিখবে --- এই প্রত্যাশা করি। 


রোকসানা আক্তার 

সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) 

আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর, মৌলভীবাজার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি