Loading..

প্রেজেন্টেশন

০৮ জানুয়ারি, ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ণ

অনুমতি চাওয়ার বর্ণনা,বিষয়-হাদিস শরীফ,শ্রেণি দাখিল ৯ম,অধ্যায়,২য়

                          শিখনফল


কারও গৃহে বা চেম্বারে প্রবেশের ক্ষেত্রে কোরআন প্রধানত দুটি বিষয় নিশ্চিত করতে বলেছে। ১. অনুমতি চাওয়া ও ২. সালাম প্রদান করা। সালামের জবাব আসার পর অনুমতি মিললে প্রবেশ করাই সৌন্দর্য। বলা হয়েছে : হে মুমিনগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি নাও এবং গৃহবাসীদের সালাম না করো। (সূরা আন-নূর : ২৭)

আমার আপলোডকৃত এ পাক্ষিকের হাদিস শরীফ কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।