শিক্ষায় অগ্রযাত্রা

০২-০৫ জানুয়ারি২০২৩খ্রি. ৫ম বানিয়াচং উপজেলা কাব ক্যাম্পুরী,বানিয়াচং, হবিগঞ্জ।

মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার ১৫ জানুয়ারি,২০২৩ ২৮ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

০২-০৫ জানুয়ারি২০২৩খ্রি. ৫ম বানিয়াচং উপজেলা কাব ক্যাম্পুরী,বানিয়াচং, হবিগঞ্জ।
স্থানঃ লোকনাথ রমন বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়,বানিয়াচং। 

০২ জানুয়ারি সোমবার  থেকে শুরু হয় ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য "জনাব এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান" মহোদয়। 
বানিয়াচং এর ইতিহাস ঐতিহ্যের সাথে মিলিয়ে ৩টি সাব ক্যাম্পে ( সাগরদিঘী,মাকালকান্দি,লক্ষ্মীবাউর) ক্ বিভক্ত ছিল ক্যাম্পুরী এরিয়া।

মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয় ০৪ জানুয়ারি বুধবার রাতে।কাব ক্যাম্পুরী মহা তাঁবু জলসার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বানিয়াচং উপজেলার সভাপতি পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সামিউর রহমান, স্কাউটস কমিশনার বিপুল ভূষন রায়, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রনজিৎ চন্দ্র দাশ, মোঃ আশাদুল হক ও বায়েজিদ সরদার, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, প্রভাষক ইমতিয়াজ আহমদ লিলু, শিক্ষক রুবেল আহমদ, ফারুক মিয়া, আব্দুল মতিন, সুরুজ আলী, শাহিনুর মিয়া, ফজল উল্লাহ খান, আবুল মনসুর তুহিন, আফরোজা বেগম, বানিয়াচং স্কাউটস লিডার মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, ও শিক্ষার্থীবৃন্দ।

পরে অতিথিবৃন্দ ২০২০ সালে শাপলা কাব অ্যায়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

৩টি সাব ক্যাম্প এর ক্ষুদে কাবেরা তাদের অসাধারণ পারফর্মেন্স এর মাধ্যমে মাতিয়ে রাখে পুরো তাবু জলসা।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ সাইফুল ইসলাম
১৮ ফেব্রুয়ারি , ২০২৩ ০৫:৪৯ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনা। লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।


মোঃ রাহাত উল্লাহ
২৯ জানুয়ারি, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার,এডমিন,সেরা কনটেন্ট নির্মাতা,সেরা উদ্ভাবক,সেরা নেতৃত্ব,বাতায়ন সকল শিক্ষক- শিক্ষিকা আইসিটি জেলা অ্যাম্বাসেডর আমার আপলোডকৃত৬৮তম কনটেন্ট "বিবর্তনবাদের ইসলামী ব্যাখ্যা ও নাস্তিকীয় ব্যাখ্যা "দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। https://www.teachers.gov.bd/profile/rumamun1986 ঘুরে আসুন আমার পেইজে, লাইক, কমেন্ট করে সাথে থাকুন।


প্রবীর রঞ্জন চৌধুরী
২৬ জানুয়ারি, ২০২৩ ০৮:০২ অপরাহ্ণ

আপনার জন্য শুভকামনা রইল।


এম. এ. রশিদ
২৪ জানুয়ারি, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ছবি ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


শামিমা নাসরিন সনিয়া
২৪ জানুয়ারি, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

আপনার জন্য শুভ কামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিং সহ আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল। কন্টেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/1376486


সন্তোষ কুমার বর্মা
১৬ জানুয়ারি, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।