শিক্ষায় অগ্রযাত্রা

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুমোদনে উচ্ছ্বসিত শরীয়তপুরবাসী।

প্রবীর রঞ্জন চৌধুরী ১৬ জানুয়ারি,২০২৩ ২৮ বার দেখা হয়েছে ১৫ লাইক ২৪ কমেন্ট ৫.০০ রেটিং ( ১৪ )

শরীয়তপুরে 'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২' মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ সংক্রান্ত একটি আইন অনুমোদন দেয়া হয়েছ। আর এ খবরে ঊচ্ছ্বাসিত ও আনন্দিত হয়েছে শরীয়তপুরের মানুষ। দীর্ঘদিন যাবত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হওয়া শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে খবরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে যেন বাঁধভাঙ্গা জোয়ার বইছে। লোকজনকে বিভিন্নস্থানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

জানা গেছে, শরীয়তপুরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের অধিবেশনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ২০২১ সালের ১০ জুন শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে একটি আধাসরকারিপত্র (ডিও লেটার) দেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সারসংক্ষেপ পাঠানো হলে ওই বছরের ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নীতিগত অনুমোদন দেন। এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভায় শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২' অনুমোদন করা হয়।

রীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পুরো দক্ষিণাঞ্চালে কৃষির ব্যাপক বিপ্লব ঘটবে। উচ্চ শিক্ষার প্রসার ঘটবে। পাল্টে যাবে আগামী প্রজন্মের জীবনযাত্রার মান।'

এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, 'এই অঞ্চলে কৃষি শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর নামে জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের খবর অনেক আনন্দের। নিঃসন্দেহে শরীয়তপুরবাসী তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।'

জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে। আর শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় হলে কৃষি প্রধান এই অঞ্চল আরও এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। এজন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।'

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, 'উচ্চশিক্ষার প্রসার ঘটাতে আমাদের দীর্ঘদিনের দাবী ও আশা-আকাংঙ্খা পূরণ করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানাচ্ছি।'

এ ব্যাপারে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেন, 'শরীয়তপুর জেলার সর্বস্তরের জনসাধারণ বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর প্রতি চিরকৃতজ্ঞ। স্বপ্নের পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় কৃষির যে অপার সম্ভাবনা দেখা দিয়েছে তা বাস্তবায়নে 'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই আমাদের শরীয়তপুরের কৃষিপণ্য ইউরোপের বাজারে প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর নেতৃত্বেই সারা দেশের মত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে আমাদের প্রিয় শরীয়তপুর। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে “শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়” কৃষিনির্ভর দক্ষিণাঞ্চলে আর্থ-সামাজিক পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা পালন করবে, কৃষির ওপর গবেষণায় নতুন নতুন উদ্ভাবনে পাল্টে যাবে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শরীয়তপুরবাসীসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্যশেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়” আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।'

 

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
ফিরোজ আহমেদ
১৮ জানুয়ারি, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ

সুন্দর সংযোজন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমার বাতায়ন পরিবারে দাওয়াত রইলো। সবার সমর্থন ও পরামর্শ চাই। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।


সন্তোষ কুমার বর্মা
১৬ জানুয়ারি, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।


মোহাম্মদ আবদুর রহিম
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:০৭ অপরাহ্ণ

শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


কৃষ্ণা চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৪৬ অপরাহ্ণ

আপনার জন্য শুভ কামনা ।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


হাছিনা বেগম
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৪৪ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


আবুল কালাম আজাদ
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৩৭ অপরাহ্ণ

শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


এমরান হোসেন
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৩৪ অপরাহ্ণ

শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


দেবি বিশ্বাস
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৩০ অপরাহ্ণ

আপনার জন্য শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


শাহীন আকতার
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:২৬ অপরাহ্ণ

শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


রাজু চন্দ্র চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:১৯ অপরাহ্ণ

শুভেচ্ছা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


লিটন চন্দ্র দে
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:১৮ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


এনামুল হক
১৬ জানুয়ারি, ২০২৩ ০৬:১০ অপরাহ্ণ

আপনার জন্য শুভ কামনা রইল।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


মো: ফরিদ উদ্দিন
১৬ জানুয়ারি, ২০২৩ ০৫:৪১ অপরাহ্ণ

শুভ কামনা স্যার।


প্রবীর রঞ্জন চৌধুরী
১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:২৪ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।