খারাপ মানুষ চেনার উপায়।

জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। অল্প দিনের পরিচয়ে কারো সাথে আবার সারা জীবনের বন্ধুত্ব থাকে। মানুষ চিনতে ভুল করার জন্য অনেক সময় কষ্টে পরতে হয় অনেকেই। তাই চলুন জেনে নেই কোন মানুষদের আমরা এড়িয়ে চলব ---
১। যে মানুষ কখনও পরাজয় স্বীকার করে না।
২। যুক্তিতে হারতে চায় না কিছুতেই
৩। অহংকার করে কথা বলে সব সময়।
৪। নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সুযোগ পেলেই।
৫। সব বিষয়ে পারদর্শিতা দেখায়।
৬। সবাইকে সন্দেহ করে।
৭। সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে।
৮। সত্য-মিথ্যা বুঝতে চায় না।
৯। অন্যের সম্মান দেখানোকে দূর্বলতা মনে করে।
১০। কথায় কথায় তিরস্কার করে।
১১। মানুষের দূর্বল জায়গায় আঘাত করে।
১২। নিজের স্বার্থ আগে দেখে।
১৩। যে কোন প্রতিভাকে ছোট করে দেখে।
১৪। নিজেকে খুব বুদ্ধিমান মনে করে।

মতামত দিন





ফিরোজ আহমেদ
সুন্দর সংযোজন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমার বাতায়ন পরিবারে দাওয়াত রইলো। সবার সমর্থন ও পরামর্শ চাই। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য