Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ জানুয়ারি, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ

নতুন কারিকুলাম Training - সেমুলেশন ক্লসের দৃশ্য অংশ। পরিবর্তনের সাথে আছি, ইনশাআল্লাহ।

নতুন কারিকুলাম Training - সেমুলেশন ক্লসের দৃশ্য অংশ। 

পরিবর্তনের সাথে ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ। 

------------------------------------------------------------

নতুন শিক্ষাক্রম, নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা ও পরিবর্তনের অগ্রযাত্রায় শুরু হলো জাতীয় শিক্ষাক্রম-২০২১ এর উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ । উক্ত প্রশিক্ষণে সার্বিক তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উপজেলা শিক্ষা অফিসার জনাব ছাদেক হোসেন মহোদয় এবং একাডেমি সুপারভাইজার। অন্যান্যদের মধ্যে রয়েছেন মাস্টার ট্রেইনারবৃন্দ ও আমার শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক মহোদয়গন।


★ শিক্ষাক্রম-২০২১

★ বিস্তরণ-২০২২

★ বাস্তবায়ন-২০২৩


শিক্ষাকে প্রতিযোগিতামূলক নয়, সহযোগিতামূলক করে মুখস্থ বিদ্যা পরিহার করে বাস্তবমূখী শিক্ষায় তৈরি করা হয়েছে এবারের শিক্ষাক্রম। থাকবেনা হতাশা, থাকবেনা পরীক্ষা ভীতি। অভিভাবক,শিক্ষক, সমাজ ও কর্তৃৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হবে এই নতুন শিক্ষাব্যবস্থা যার সুফল সকলেই পাবেন।

জেকে হাইস্কুল নবীগঞ্জ, হবিগঞ্জ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি