হাব কম্পিউটার ব্যবহার করার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যা নেটওয়ার্ক ব্যবহার করতে প্রয়োজন হয়।

কম্পিউটার নেটওয়ার্কভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলে। এর মাধ্যমে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে।এর পোর্টের সংখ্যার উপর নির্ভর করে কতগুলো কম্পিউটার সংযোগ দেওয়া যাবে। কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। বর্তমানে বাজারে বিভিন্ন সংখ্যার পোর্টের হাব পাওয়া যায়।
অর্থাৎ, হাব হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণতভাবে হাব ব্যবহৃত হয়। এর মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। ডাটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয় যাতে ল্যানের সব সেগমেন্ট সব প্যাকেটগুলো দেখতে পারে। স্টার টপোলজির ক্ষেত্রে হাব হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। এর দাম তুলনামূলকভাবে কম।
হাবের প্রকারভেদ
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার।
- সক্রিয় হাব (Active Hub)
- নিষ্ক্রিয় হাব (Passive Hub)
সক্রিয় হাব (Active Hub) : এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।নিষ্ক্রিয় হাব (Passive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটার সমূহের মধ্যে তথ্য আদান প্রদান করে। এটি সংকেতের মানকে বৃদ্ধি করে না। এ কারণে এ সকল হাবকে এক্টিভ ডিভাইসের সাথে যুক্ত করে দেওয়া হয়।
হাবের সুবিধা
- দাম কম।
- বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে।
হাবের অসুবিধা
- ডাটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে।
- ডাটা ফিল্টারিং সম্ভব হয় না।
- নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়।
- পোর্ট কম থাকে।

মতামত দিন


সন্তোষ কুমার বর্মা
সুন্দর কন্টেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹

ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।

তন্ময় কুমার মণ্ডল
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। বেশ প্রাণময় কর্ম-তৎপরতা, আপনার উজ্জ্বল ভবিষৎ কামনা করছি। উপস্থাপন অসাধারণ ও চমৎকার। সামনে এগিয়ে যান, চলার পথ সুগম হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রোফাইল দর্শন করে কন্টেন্ট ও ব্লগে লাইক রেটিং দেওয়ার অনুরোধ রইল। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকব।












সাম্প্রতিক মন্তব্য