১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?
ধরি,১থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল =ক
প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই-
ক=১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮ + ৯ + ১০ +———————+১০০
ক=১০০+৯৯+৯৮+৯৭+৯৬+৯৫ +৯৪ +৯৩ +৯২ +৯১ +———————-+ ১
২ক=১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+——————+১০১
২ক=১০১*১০০
২ক=১০১০০
ক=৫০৫০
সুতরাং, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হলো,৫০৫০।
এখানে, সুত্র টা হলো সংখ্যাগুলোর যোগফল ={(প্রথম সংখ্যা+ শেষ সংখ্যা) * পদ সংখ্যা}/২
লক্ষ করি,এখানে প্রথম ও শেষ পদের যোগফল ১+১০০=১০১,আবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল ও ২+৯৯=১০১ইত্যাদি।অনুরূপ ভাবে প্রতি দুটো পদের যোগফল হল ১০১ এবং মোট পদের সংখ্যা হল ১০০্টি।
সুতরাং যোগফল={(১+১০০) *১০০}/২=৫০৫০।

মতামত দিন


সন্তোষ কুমার বর্মা
সুন্দর কন্টেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹

ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।

তন্ময় কুমার মণ্ডল
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। বেশ প্রাণময় কর্ম-তৎপরতা, আপনার উজ্জ্বল ভবিষৎ কামনা করছি। উপস্থাপন অসাধারণ ও চমৎকার। সামনে এগিয়ে যান, চলার পথ সুগম হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রোফাইল দর্শন করে কন্টেন্ট ও ব্লগে লাইক রেটিং দেওয়ার অনুরোধ রইল। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকব।
সাম্প্রতিক মন্তব্য