Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৮ জানুয়ারি, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?

ধরি,১থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল =ক

প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই-

ক=১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮ + ৯ + ১০ +———————+১০০

ক=১০০+৯৯+৯৮+৯৭+৯৬+৯৫ +৯৪ +৯৩ +৯২ +৯১ +———————-+ ১

২ক=১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+১০১+——————+১০১

২ক=১০১*১০০

২ক=১০১০০

ক=৫০৫০

সুতরাং, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হলো,৫০৫০।

এখানে, সুত্র টা হলো সংখ্যাগুলোর যোগফল ={(প্রথম সংখ্যা+ শেষ সংখ্যা) * পদ সংখ্যা}/২

লক্ষ করি,এখানে প্রথম ও শেষ পদের যোগফল ১+১০০=১০১,আবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল ও ২+৯৯=১০১ইত্যাদি।অনুরূপ ভাবে প্রতি দুটো পদের যোগফল হল ১০১ এবং মোট পদের সংখ্যা হল ১০০্টি।

সুতরাং যোগফল={(১+১০০) *১০০}/২=৫০৫০।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি