সন্তানকে মানুষ হওয়ার শিক্ষা দিন!

প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে। আর
তাই নিজের সন্তানের দেখাশোনার কোন ত্রুটি
রাখতে চান না কেউ। আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু বিশেষ কথা জানানো জরুরি।
১. প্রতিদিন একবার করে বলুন, তোমার উপর
আমার বিশ্বাস আছে। তাকে বিশ্বাস করে ছোটখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন। তাহলে
তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরো বেশি ভালবাসবে।
২. প্রতিদিন একবার করে হলেও বলুন সে যেন হাল ছেড়ে না দেয়। প্রতিটি কাজে তাকে উৎসাহ
দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে মানা
করুন। তাকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলেই সাফল্যের দেখা পাবে সে।
৩. কোন কিছু না পাইলে তাকে বকাঝকা না করে আরো বেশি অনুশীলন করতে
বলুন। তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন
করলে সে পারফেক্ট হতে পারবে।
৪. প্রতিটি এক্সপার্ট মানুষই একসময় আনাড়ি ছিল। এ-কথাটি আপনার সন্তানকে প্রতিদিনই
বুঝিয়ে বলুন। এতে সে যেকোনো কাজের সাহস পাবে।
৫. ব্যর্থতা কোন অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন। আমরা
সন্তান কখনো ব্যস্ত হলে তাকে বকাঝকা না করে ব্যর্থতাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে
বলুন।
৬. মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনের। খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে
ভালো সময়ে সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহ করুন। নিয়মিত আপনার সন্তানকে
জানিয়ে দিন তাকে আপনি কত ভালোবাসেন।
৭. পরিবারগুলো সবচাইতে নিরাপদ জায়গা এবং পরিবার আপনার সন্তানকে
কতটা ভালোবাসে সে কথা তাকে জানিয়ে দিন। এতে সে নিজেকে নিরাপদ ভাবে এবং পরিবারের প্রতি
ভালোবাসা দেখাবে।

মতামত দিন


সন্তোষ কুমার বর্মা
সুন্দর কন্টেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹
মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত এ পাক্ষিকের ৭ম শ্রেণির 'ডিজিটাল প্রযুক্তি' বিষয়ের কনটেন্টটি দেখে লাইক, রেটিংসহ আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। আমার কনটেন্ট লিঙ্কঃ https://teachers.gov.bd/content/details/1375484
মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত এ পাক্ষিকের ৭ম শ্রেণির 'ডিজিটাল প্রযুক্তি' বিষয়ের কনটেন্টটি দেখে লাইক, রেটিংসহ আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। আমার কনটেন্ট লিঙ্কঃ https://teachers.gov.bd/content/details/1375484












ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।
সাম্প্রতিক মন্তব্য