Loading..

প্রেজেন্টেশন

২১ জানুয়ারি, ২০২৩ ০৬:০০ অপরাহ্ণ

তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে কলেজের নাম ইংরেজি ও বাংলা ভাষায় প্রদর্শন করবে।

তত্ত্ব / পরীক্ষণের বর্ণনাঃ

জামালপুর কলেজের একটি ওয়েব পেইজ তৈরি করতে হবে যা কোন ব্রাউজারে লোড করলে টাইটেল বারে JC প্রদর্শিত হবে। পেইজের কলেজের নাম (ইংরেজি) সবচেয়ে বড় হেডিং এবং কলেজের নাম (বাংলা) সবচেয়ে ছোট হেডিং প্রদর্শিত হবে

যন্ত্রপাতির ব্যবহারঃ

ক) হার্ডওয়ার: একটি কম্পিউটার।

খ) সফ্টওয়ার:  অপারেটিং সিস্টেম : Windows 7 / Windows 10

     এডিটিং সফট্ওয়্যর : নোটপ্যাড

     ব্রাউজিং সফট্ওয়ার : গুগল ক্রোম / মজিলা ফায়ারফক্স / অপেরা / সাফারি / মাইক্রোসফট এজ

গ) ব্যবহার: উল্লিখিত পরীক্ষণটি সম্পন্ন করতে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করি-

Ø  কাজের শুরুতে কম্পিউটারে বিদ্যুতিক সংযোগ দিতে হবে।

Ø  কম্পিউটারের পাওয়ার সুইচ অন করে কম্পিউটারটি চালু করতে হবে।

Ø  উল্লিখিত সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল আছে কি না তা দেখে নিতে হবে।

Ø  বর্ণিত পরীক্ষণটি হলে চালুকৃত প্রোগ্রামসমূহ বন্ধ করতে হবে এবং নিয়মানুযায়ী কম্পিউটারটি বন্ধ/ শাট ডাউন করতে হবে। প্রয়োজনে বিদ্যুতিক সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।