Loading..

ভিডিও ক্লাস

২৩ জানুয়ারি, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং/র‍্যাগিং প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রালয়ের।। চূড়ান্ত হয়েছে নীতিমালা।

শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং /র‍্যাগিং বন্ধ এবং প্রতিরোধ কমিটি গঠন, Formation of bullying/ragging stop and prevention committee in educational institutions দেশের সব সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ কমিঠি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রালয়। নীতিমালায় কোনো শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর বা বেদনাদায়ক বা আক্রমনাত্মক ব্যবহার ব্যঙ্গ করে ডাকা, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা, মানসিক ও শারীরিক নির্যাতন করা বুলিং বা র‍্যাগিং এর আওতায় পড়ে। প্রতিরোধে কমিটি গঠন, পর্যবেক্ষণ, অভিযোগ বাক্স রাখার নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রালয়।

The Ministry of Education has ordered the formation of anti-bullying and ragging committees in all public and private educational institutions of the country. Bullying or ragging is defined as bullying or ragging, which is intentionally hurtful or hurtful or aggressive use of a student by making sarcastic calls, making obscene gestures, emotional or physical abuse. The Ministry of Education has issued instructions for the formation of prevention committees, monitoring, complaint boxes.