অটিজম শিশুর অভিভাবকদের করণীয়।

অটিজম শব্দটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। অটিজমে আক্রান্ত শিশুর পিতা-মাতার কষ্টের কথাও আমরা জানি। শিশু অটিজমে আক্রান্ত জানার পর পিতা-মাতার আনন্দ যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। অটিজম শিশুর পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অভিভাবকদের করণীয় সম্পর্কে আজকের আলোচনা।
অভিভাবকদের
করণীয়:
আপনার শিশু অটিজমে আক্রান্ত শুনে ভেঙে পড়বেন না। মাথা ঠাণ্ডা
রেখে শান্ত ভাবে করণীয় সম্পর্কে চিন্তা করুন। শিশুর সমস্যাগুলো শনাক্ত করুন।
সমস্যা সমাধানের উপায় চিন্তা করুন। এ ধরনের শিশুর অভিভাবকদের সঙ্গে পরিচয় থাকলে তাদের
সঙ্গে পরামর্শ করুন। এদের মধ্যে যদি কারও সন্তানের উন্নতি হয়েছে বলে জানতে পারেন
তাহলে কোথা থেকে চিকিৎসা গ্রহণ করেছেন? কোথা থেকে থেরাপি নিচ্ছেন? কোথায় লেখাপড়া করে?
খাবারের রুটিন কি? এসব তথ্যসমূহ জেনে
নিন। যদি কারও সন্তান হাইপার থাকে তাহলে তার বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করুন।
অভিভাবকদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে, “অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার” এক ধরনের “নিউরো ডেভেলপমেন্টাল
ডিসঅর্ডার”।
বিজ্ঞাপন
যেখানে অনেক
ধরনের মানসিক সমস্যা বা প্রতিবন্ধকতা একসঙ্গে ঘটে। এই ধরনের নিউরোলজিক্যাল সমস্যার
কারণে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ না
হলে বুদ্ধিগত সমস্যা হওয়া স্বাভাবিক। এ কারণে শিশু ঠিকমতো কথা বলতে বা শব্দ
উচ্চারণ করতে পারে না। এ ছাড়াও নতুন কিছু বুঝতে পারা বা শেখা কিংবা সামাজিক
সম্পর্ক গড়ে তোলা শিশুর জন্য বেশ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই শিশুরা যখন বড় হয় তখন
মনে হয় এদের শারীরিক বয়স অপেক্ষা মানসিক বয়স কম। এসব শিশু তাদের সম বয়সীদের সঙ্গে
খেলাধুলা না করে তাদের চেয়ে কম বয়সীদের সঙ্গে খেলাধুলা করে। এ পর্যায়ে সকলের
প্রচেষ্টা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটানো। চিকিৎসাসেবা গ্রহণের সময় লক্ষ্য রাখতে হবে শিশুর মস্তিষ্কের
স্বাভাবিক বিকাশ ঘটানো অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টের জন্য চিকিৎসা চলছে কিনা? শিশুর চিকিৎসা গ্রহণের বিষয়ে অভিভাবকদের আরও
সচেতন হওয়া প্রয়োজন।
চিকিৎসা:
অটিস্টিক শিশুদের চিকিৎসা সম্পর্কে বলা হয়, ‘এর ভালো কোনো চিকিৎসা নেই’; অথচ হোমিওপ্যাথিতে অটিস্টিক শিশুদের ভালো মানের চিকিৎসা রয়েছে। নির্ভরযোগ্য হোমিওপ্যাথি চিকিৎসাসেবা থাকতে শিশুকে বিনা চিকিৎসায় রাখা কতোটুকু যুক্তিযুক্ত? ‘নিউরো ডেভেলপমেন্টাল
ডিসঅর্ডার’ সমস্যায় শুধু থেরাপি এর কতোটুকু উন্নতি করতে পারে? থেরাপির প্রয়োজন চিকিৎসার সহযোগী হিসেবে; মূল চিকিৎসার ভূমিকা থেরাপি পালন করতে পারে না। বিভিন্ন ধরনের জটিল
মানসিক রুগী হোমিওপ্যাথিতে ভালো হয় একথা সকলেই জানেন। ‘অটিস্টিক শিশুদের’ সমস্যা যেহেতু
‘নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ সেহেতু প্রয়োজন ‘নিউরো ডেভেলপমেন্ট’ চিকিৎসায় অভিজ্ঞতা রয়েছে এমন হোমিওপ্যাথি চিকিৎসক। চিকিৎসা শুরুর পর রোগীর মানসিক উন্নতি হলে, পূর্বে তুলনায় মনোযোগী এবং নিজের কাজ
নিজে করার আগ্রহ তৈরি হলে বুঝতে হবে চিকিৎসা সঠিক হচ্ছে। তবে, একথা স্মরণ রাখতে হবে এই পরিবর্তন
প্রথমদিকে ধীরে ধীরে হয়। অটিস্টিক শিশুদের চিকিৎসায় হোমিওপ্যাথির সফলতা এবং ঝামেলা মুক্ত চিকিৎসা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে ক্রমেই এই চিকিৎসার প্রতি রোগীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
অটিস্টিক শিশুদের চিকিৎসায় আমি রোগীর ‘মায়াজমের’ দিকে খেয়াল রেখে প্রধানত থুজা, মেডোরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, কার্সিনোসিন, হাইড্রোফোবিনাম, সোরিনাম, সালফার, ক্যালকেরিয়া-কার্ব, ক্যালকেরিয়া-ফস, ক্যালকেরিয়া-ফ্লোর, কস্টিকাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, মার্কসল, ন্যাট্রাম-মিউর, ন্যাট্রাম-সালফ ইত্যাদি ঔষধ ব্যবহার করি। এ ছাড়াও চিকিৎসার পাশাপাশি কিছু ব্যায়াম শিখিয়ে দেই যা মস্তিষ্কের নিউরোনের কার্যকারিতা বৃদ্ধির জন্য সহায়ক হয়। অটিস্টিক শিশুদের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে।
সর্বোপরি, পরিবার, আত্মীয়-পরিজন,
সমাজ, শিক্ষক-শিক্ষিকাসহ সকলের সহযোগিতায়
অটিস্টিক শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

মতামত দিন


মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹

সন্তোষ কুমার বর্মা
সুন্দর কন্টেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।











সাম্প্রতিক মন্তব্য