Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৪ জানুয়ারি, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

সিরামিকের বাসন ঝকঝকে রাখবেন যেভাবে।

প্রতিদিন আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের বাসন। আর ব্যবহার শেষে সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হয়। জানুন সিরামিকের বাসন ঝকঝকে রাখার উপায়-

১। একটি বাটিতে দুই চামচ বেকিং সোডা নিয়ে তাতে কয়েক ফোটা পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। সাবানের পরিবর্তে সোডার মিশ্রণ দিয়ে সিরামিকের বাসন ২০ মিনিট মাখিয়ে রাখলে সহজে হলদে দাগ উঠে যাবে।

২। একটি ব্রাশে টুথপেস্ট নিয়ে দাগের জায়গায় ভালো করে ঘসে নিলে ৫ মিনিটের মধ্যে দাগ দূর হয়ে যাবে।

৩। একটি পাত্রে ভিনেগার এর সাথে লবনের মিশ্রণ মিশিয়ে নিন। সিরামিকের পাত্রগুলো ভালো করে মেজে নিন এবং ১০ মিনিট রেখে ভালো করে আবার ভিমবার দিয়ে ধুয়ে নিন।

৪। উষ্ণ গরম পানিতে খানিকটা লেবুর রস দিয়ে বাসনগুলো পানিতে ভিজিয়ে রাখুন। লেবুর খোসা দিয়ে দাগের অংশটি ভালো করে ঘসে পানি দিয়ে ধুয়ে নিন।

৫। চাল ধোয়া পানিতে কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিন। বাসনের উজ্জলতা বজায় থাকবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি