Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ জানুয়ারি, ২০২৩ ০৭:৩৩ অপরাহ্ণ

বৃতি।

বৃতি - ফুলের সর্ব বাহিরের স্তবককে বৃতি বলে। সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি , কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্ত বৃতি বলে। এর প্রতি খণ্ডকে বৃত্যাংশ বলে। বৃতি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকা - মাকড় থেকে রক্ষা করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি