Loading..

ভিডিও ক্লাস

২৭ জানুয়ারি, ২০২৩ ০৫:২৯ অপরাহ্ণ

আমার বাড়ি - জসীম উদ্‌দীন

সপ্তম শ্রেণি

বাংলা ১ম পত্র

আমার বাড়ি

জসীম উদ্‌দীন---হাসু 

আমার বাড়ি যাইও ভোমর,

বসতে দেব পিঁড়ে,

জলপান যে করতে দেব

শালি ধানের চিঁড়ে।

শালি ধানের চিঁড়ে দেব,

বিন্নি ধানের খই,

বাড়ির গাছের কবরী কলা,

গামছা-বাঁধা দই।

আম-কাঁঠালের বনের ধারে

শুয়ো আঁচল পাতি,

গাছের শাখা দুলিয়ে বাতাস

করব সারা রাতি।

চাঁদমুখে তোর চাঁদের চুমো

মাখিয়ে দেব সুখে

তারা ফুলের মালা গাঁথি,

জড়িয়ে দেব বুকে।

গাই দোহনের শব্দ শুনি

জেগো সকাল বেলা,

সারাটা দিন তোমায় লয়ে

করব আমি খেলা।

আমার বাড়ি ডালিম গাছে

ডালিম ফুলের হাসি,

কাজলা দীঘির কাজল জলে

কাঁসগুলি যায় ভাসি।

আমার বাড়ি যাইও ভোমর,

এই বরাবর পথ,

মৌরী ফুলের গন্ধ শুঁকে

থামিও তব রথ।

 

জসীম উদ্‌দীন (জানুয়ারি ১, ১৯০৩ - মার্চ ১৩, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে 'পল্লী কবি' হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। পুরো নাম জসীম উদ্‌দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত।

জীবন বৃত্তান্তঃ
তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিলো একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্‌দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন।

তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়।

রচনাবলীঃ
কাব্যগ্রন্থ
রাখালী (১৯২৭)
নকশী কাঁথার মাঠ (১৯২৯)
বালু চর (১৯৩০)
ধানখেত (১৯৩৩)
সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
হাসু (১৯৩৮)
রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
রুপবতি (১৯৪৬)
মাটির কান্না (১৯৫১)
এক পয়সার বাঁশী (১৯৫৬)
সকিনা (১৯৫৯)
সুচয়নী (১৯৬১)
ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
মা যে জননী কান্দে (১৯৬৩)
হলুদ বরণী (১৯৬৬)
জলে লেখন (১৯৬৯)
কাফনের মিছিল (১৯৮৮)

পুরস্কারঃ
প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮
একুশে পদক ১৯৭৬
স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর)
১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)

 

আজ পর্যন্ত এই ওয়েবসাইটে জসীম উদ্‌দীন এর ১০৮টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা

কাব্যগ্রন্থ

পঠিত

মন্তব্য

নকশী কাঁথার মাঠ ১৪

নকশী কাঁথার মাঠ

১২০৭৪ বার

টি

নকশী কাঁথার মাঠ ১৩

নকশী কাঁথার মাঠ

৫৭০৫ বার

টি

নকশী কাঁথার মাঠ ১২

নকশী কাঁথার মাঠ

১১৫৫৬ বার

টি

নকশী কাঁথার মাঠ ১১

নকশী কাঁথার মাঠ

৩৮০৭ বার

টি

নকশী কাঁথার মাঠ ১০

নকশী কাঁথার মাঠ

৫৮০৪ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৯

নকশী কাঁথার মাঠ

২০৮৮৫ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৮

নকশী কাঁথার মাঠ

৪৩৩৮ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৭

নকশী কাঁথার মাঠ

৫৬২৩ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৬

নকশী কাঁথার মাঠ

৫০২৩ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৫

নকশী কাঁথার মাঠ

৪৪৫৫ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৪

নকশী কাঁথার মাঠ

৫৬৫৭ বার

টি

নকশী কাঁথার মাঠ ০৩

নকশী কাঁথার মাঠ

৫৫৫২ বার

টি

নকশী কাঁথার মাঠ ০২

নকশী কাঁথার মাঠ

৬৮১৩ বার

টি

নকশী কাঁথার মাঠ ০১

নকশী কাঁথার মাঠ

১২৩৫৯ বার

টি

সিন্দুরের বেসাতি

রঙিলা নায়ের মাঝি

৫৮১০ বার

টি

বাঁশরী আমার হারায়ে গিয়েছে

রঙিলা নায়ের মাঝি

৬১৪৬ বার

টি

নিশিতে যাইও ফুলবনে

রঙিলা নায়ের মাঝি

৯৯২২ বার

টি

নদীর কূল নাই-কিনার নাইরে

রঙিলা নায়ের মাঝি

১২২৩৭ বার

টি

ও মোহন বাঁশী

রঙিলা নায়ের মাঝি

৩২২২ বার

টি

ও তুই যারে আঘাত হানলিরে মনে

রঙিলা নায়ের মাঝি

৪১৯৭ বার

টি

ও আমার গহিন গাঙের নায়া

রঙিলা নায়ের মাঝি

৩৮৫৬ বার

টি

উজান গাঙের নাইয়া

রঙিলা নায়ের মাঝি

৮৫০৩ বার

টি

আরে ও রঙিলা নায়ের মাঝি

রঙিলা নায়ের মাঝি

৫৪১২ বার

টি

আমার বন্ধু বিনোদিয়ারে

রঙিলা নায়ের মাঝি

৩৯৬৫ বার

টি

আজ আমার মনে ত না মানেরে

রঙিলা নায়ের মাঝি

৩৫০৯ বার

টি

রাতের পরী

মাটির কান্না

৯৯৯৬ বার

টি

রজনী গন্ধার বিদায়

মাটির কান্না

৬৪৪৬ বার

টি

বাস্তু ত্যাগী

মাটির কান্না

৩৫১৫ বার

টি

বানর যুথ

মাটির কান্না

৪২১০ বার

টি

বস্তীর মেয়ে

মাটির কান্না

৪৬৬৩ বার

টি

দেশ

মাটির কান্না

৬৩৩০ বার

টি

তারাবি

মাটির কান্না

৭২৬৪ বার

টি

জলের কন্যা

মাটির কান্না

৯৭৩৭ বার

টি

খানদান

মাটির কান্না

২৪২৮ বার

টি

কমলা রাণীর দীঘি

মাটির কান্না

৪১৯৪ বার

টি

এ লেডী উইথ এ ল্যাম্প

মাটির কান্না

২৮৩২ বার

টি

রাখালের রাজগী

ধান ক্ষেত

৩৫০২ বার

টি

যাব আমি তোমার দেশে

ধান ক্ষেত

১৬০৮২ বার

টি

বামুন বাড়ির মেয়ে

ধান ক্ষেত

৩৬৭০ বার

টি

পুরান পুকুর

ধান ক্ষেত

৭২৫১ বার

টি

পল্লী-বর্ষা

ধান ক্ষেত

৩০৭৩০ বার

টি

নিমন্ত্রণ

ধান ক্ষেত

৯৫৮৯ বার

টি

ধান ক্ষেত

ধান ক্ষেত

২৬১৫১ বার

টি

দিদারুল আলম স্মরণে

ধান ক্ষেত

২৩৮৯ বার

টি

চৌধুরীদের রথ

ধান ক্ষেত

৩০০৭ বার

টি

কৃষাণী দুই মেয়ে

ধান ক্ষেত

৪০৪৫ বার

টি

রাখালী

রাখালী

১৪৩৭৮ বার

টি

রাখাল ছেলে

রাখালী

৪৮৯৯৪ বার

টি

মেনা শেখ

রাখালী

৩৩৪১ বার

টি

বৈরাগী আর বোষ্টমী যায়

রাখালী

৪২৮৫ বার

টি

বৈদেশী বন্ধু

রাখালী

৩৩৬৫ বার

টি

পল্লী জননী

রাখালী

৪৩৬৭০ বার

টি

তরুণ কিশোর

রাখালী

৫১৮৩ বার

টি

জেলে গাঙে মাছ ধরিতে যায়

রাখালী

১০৩৮৭ বার

টি

কবর

রাখালী

১৫০২১ বার

টি

বেদের বেসাতি

সোজন বাদিয়ার ঘাট

৬১১২ বার

টি

বেদের বহর

সোজন বাদিয়ার ঘাট

৪৪৩৬ বার

টি

পুর্ব্বরাগ

সোজন বাদিয়ার ঘাট

৩৫৯১ বার

টি

পলায়ন

সোজন বাদিয়ার ঘাট

৫১৬৯ বার

টি

নীড়

সোজন বাদিয়ার ঘাট

৬২৪০ বার

টি

নমুদের কালো মেয়ে

সোজন বাদিয়ার ঘাট

৬৬৬০ বার

টি

মুসাফির

বালু চর

৫৩৭০ বার

টি

প্রতিদান

বালু চর

৫০১৮৫ বার

টি

কাল সে আসিয়াছিল

বালু চর

৫৬৩৬ বার

টি

কাল সে আসিবে

বালু চর

৪০৪৬ বার

টি

উড়ানীর চর

বালু চর

৫৩১২ বার

টি

আর একদিন আসিও বন্ধু

বালু চর

৪৭৪৭ বার

টি

সোনার বরণী কন্যা

পদ্মাপার

৩৯৩০ বার

টি

কে যাসরে রঙিলা মাঝি

পদ্মাপার

৩২২৬ বার

টি

ও বাবু সেলাম বারে বার

পদ্মাপার

৭৪৪৫ বার

টি

ও বাজান চল যাই চল

পদ্মাপার

৪৭২১ বার

টি

ও তোর নাম শুনিয়ারে

পদ্মাপার

২৮৩৬ বার

টি

আমার খোদারে দেখিয়াছি আমি

পদ্মাপার

৪২২৩ বার

টি

সার্থক রজনী

রূপবতী

২৮৯৫ বার

টি

রূপ

রূপবতী

৫৮৬৭ বার

টি

গৌরী গিরির মেয়ে

রূপবতী

৩৪০৯ বার

টি

কল্যাণী

রূপবতী

২৬৩৮ বার

টি

অনুরোধ

রূপবতী

৩৩৮৪ বার

টি

হেলেনা

জলের লেখন

৩২৭৬ বার

টি

কবিতা

জলের লেখন

৩৬৮২ বার

টি

উপহার

জলের লেখন

৩৪০১ বার

টি

আগমনী

জলের লেখন

১১৫৪৪ বার

টি

অনুরোধ

জলের লেখন

৩৯৮৮ বার

টি

মা ও খোকন

এক পয়সার বাঁশী

৭০৬১ বার

টি

পূর্ণিমা

এক পয়সার বাঁশী

৪১৬৩ বার

টি

গল্পবুড়ো

এক পয়সার বাঁশী

৪৬১৬ বার

টি

খোসমানী

এক পয়সার বাঁশী

৩৩৫৯ বার

টি

আসমানী

এক পয়সার বাঁশী

৩০৭১১ বার

টি

সুখের বাসর

সকিনা

৪৬৮৭ বার

টি

সকিনা

সকিনা

৪০৭০ বার

টি

বিসর্জন

সকিনা

৫০২৬ বার

টি

বিদায়

সকিনা

৬৪০৪ বার

টি

কবির নিবেদন

ভয়াবহ সেই দিনগুলিতে

৪৩৭৯ বার

টি

বঙ্গ-বন্ধু

ভয়াবহ সেই দিনগুলিতে

৪০৫৩৫ বার

টি

ধামরাই রথ

ভয়াবহ সেই দিনগুলিতে

৪৬২১ বার

টি

গীতারা কোথায় গেল

ভয়াবহ সেই দিনগুলিতে

৪০১৯ বার

টি

হলুদ বাঁটিছে মেয়ে

হলুদ বরণী

৬০৭৭ বার

টি

সীবন-রতা

হলুদ বরণী

২৭০৪ বার

টি

ফুল নেয়া ভাল নয়

হলুদ বরণী

২৫৮৫৬ বার

টি

কৈশর যৌবন দুহু মেলি গেল

হলুদ বরণী

৪২৫৮ বার

টি

বছিরদ্দি মাছ ধরিতে যায়

হাসু

৪২৩২ বার

টি

ফুটবল খেলোয়াড়

হাসু

১১৬৮৭ বার

টি

পুতুল

হাসু

৭৭৮৯ বার

টি

পালের নাও

হাসু

৪৯৪৪ বার

টি

পলাতকা

হাসু

৩২৭২ বার

টি

আলাপ

হাসু

৪০১৮ বার

টি

আমার বাড়ি

হাসু

৩২৬১৩ বার

টি

মামার বাড়ি

হাসু

১৬৯৮৯ বার

টি