Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ জানুয়ারি, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

আজমিরীগঞ্জ উপজেলায় কালের সাক্ষী আমাদের অতীত ঐতিহ্য।।

হারিয়ে যাবে কি ঐতিহ্য?

ঐতিহ্য সৃষ্টি এগুলো সবসময় আমাদের ইতিহাস মনে করিয়ে দেয় এগুলো অস্বীকার করতে পারেন না তাহলে কালের সাক্ষী কথা টি থাকত না! আমাদের কাকাইলছেও ইউনিয়ন সহ আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে বিভিন্ন জমিদার বা ব্যবসায়ী গনের বাড়ী সমুহ যে গুলো ভীষণ সুন্দর এবং নান্দনিক। বিভিন্ন কারণে বাড়ি গুলো আজ জীর্ণশীর্ণ হয়ে আছে অথচ একসময় বাড়ি গুলো জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল। আমার জানামতে প্রত্যেকটি বাড়ি প্রায় দুশ বছর পূর্ণ করে ফেলেছে কিন্তু এখন মানুষ জন তার রুপ সৌন্দর্য নিয়ে মুগ্ধ এখন যে কেউ বাড়ি গুলো সামনে নিজেকে আটকে সৌন্দর্য উপভোগ করতে বাধ্য করে। আজ থেকে দুশ বছর আগে তার রুপ সৌন্দর্য এখনও  যদি ধরে রাখতে পারতো কতোই না ভালো হতো! আমাদের কাকাইলছেও ইউনিয়ন এর মামুদপুর গ্রামের ব্যবসায়ী প্রসন্ন তালুকদার সাহেবের বাড়ী আজ ও মুগ্ধতা ধরে রেখেছে অযত্নে অবহেলায় বাড়িটি অবস্থা আগের মত নেই কিন্তু একটু পরিস্কার পরিছন্নতা যত্ন রাখলে এর সৌন্দর্য দশতলা বিল্ডিং ও তার কাছে কিছুই না। বাড়ীর মালিকানা পরিবর্তন হয়েছে কিন্তু বাড়ীর ইমারত তার সৌন্দর্য উপভোগ করার এখন যথেষ্ট সক্ষমতা আছে। আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়ন এ জমিদার  গোবিন্দ চন্দ্র রায়ের আটচালা বিশাল ঘড়টি তার ঐতিহ্য সৃষ্টি ধরে রেখেছে  দুশ বছর পূর্ণ করে ও নিজেকে কালে সাক্ষী হয়ে দাড়িয়ে আছে কিন্তু এভাবে আর কত দিন তার মাথা উচু করে রাখবে? বিভিন্ন পুরা কৃত্তির বাড়ি গুলো ঠাই হয়েছে আগাছা, অযত্নে অবহেলায় তার রুপ সৌন্দর্য এখনও মহিত করে কিন্তু তার শেষকৃত্য অসন্ন!  কে এর দায়িত্ব নিবেন! কে এর যত্ন নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য ধারাবাহিকতায় বজায় রাখার চেষ্টা করবে!  প্রশ্নটি আমার মত অনেকের কাছে অস্পষ্ট। আমি সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি রাখছি ঐতিহ্যবাহী বিল্ডিং  গুলো সংরক্ষণের ব্যবস্হা করলে পরবর্তী প্রজন্মকে আমরা আঙুল দিয়ে দেখাতে পারব ইতিহাস ঐতিহ্য সৃষ্টি সম্পর্কে ধারণা দিতে পারব, না হয় একসময় এর বাস্তব স্বাক্ষী কে আমরা হারিয়ে ফেলব। ধন্যবাদ সবাই কে, ভালো থাকবেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি