Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ জানুয়ারি, ২০২৩ ০২:৩৫ অপরাহ্ণ

আমরা এক জন আরেক জনের জন্য

a2i কর্তৃক মনোনীত, তরুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র- জেলার আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক "ICT4E" জনাব আখতারুল ইসলাম- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন "বোয়ালিয়া বি এল উচ্চ বিদ্যালয়" এর সহকারী শিক্ষক (ইংরেজি)। তিনি বেশ কিছু দিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেছেন। তিনি ছিলেন পরিবারের উপার্জনক্ষম এবং একমাত্র অবলম্বন। রেখে গেছেন তাঁর বৃদ্ধ পিতা-মাতা, এক বোন এবং তার সহধর্মিণী। মৃত আক্তারুল ইসলামের পিতা-মাতা সাথে কথা বলে জানা গেছে যে, আক্তারুল ইসলাম এর চিকিৎসার খরচ বাবদ ব্যাংক ঋণ ছিল, সমুদয় ঋণ পরিশোধ করতে গিয়ে পিতা মাতাকে বিক্রি করতে হয়েছে তার বসতভিটা। মানবেতর জীবনযাপন করছেন এম্বাসেডর (মৃত আক্তারুল ইসলামের) শিক্ষকের অসহায় বৃদ্ধ পিতা মাতা। মানবতার খাতিরে আমাদের প্রত্যেক কর্মক্ষম উপার্জনকারী, অর্থ-সম্পদশালী প্রত্যেক ব্যক্তির আজ সহায় সম্বলহীন মৃত আকতারুল ইসলামের পিতা-মাতার পাশে দাঁড়ানো। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার অ্যাম্বাসেডর শিক্ষকগণের (চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ,  নাচোল, গোমস্তাপুর, এবং ভোলাহাট) আমাদের ক্ষুদ্র প্রয়াস সামান্য আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ানো।  a2i এর সংযুক্ত কর্মকর্তা "জনাব কবির হোসেন" স্যারের পরামর্শক্রমে মৃত আক্তারুল ইসলাম স্যারের পিতা মাতার/তার পরিবারের জন্য অর্থ উত্তোলন করা হয়। উক্ত স্যারের জন্য সংগৃহীত অর্থ ১০,০০০/= (দশ হাজার ) টাকা আজ ২৭ জানুয়ারি শনিবার ২০২৩ তার বৃদ্ধ পিতা-মাতার নিকট হস্তান্তর করি। এ সময় উপস্থিত ছিলেন (নবাবগঞ্জ সদর) বালিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব- মুনীর  আহসান, আব্দুল্লাহ আল মেহেদী (নাচোল), এটিএম ফরহাদ রেজা (নবাবগঞ্জ সদর), মোঃ খাদেমুল ইসলাম (গোমস্তাপুর), গোলাম মাসুদ (শিবগঞ্জ)।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি