নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি (বুধবার) সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রমোদ রোজারিও এবং ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইসমাইল হুসেনের পরিচালনায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে দেশীয় ও আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল বাতেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফা: যোসেফ গমেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু লরেন্স কস্তা ,সিএসসি,
জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ওসমান গণি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিস্টার রীটা গমেজসহ সকল শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য