Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:১৪ অপরাহ্ণ

শিক্ষক বাতায়নে (ভার্সন ৩)-এর ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রোগ্রাম পরিচালনায় যেই পরিবর্তনসমূহ আসতে যাচ্ছে।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, 

শিক্ষক বাতায়ন কর্তৃক পরিচালিত ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রোগ্রাম পরিচালনায় বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে শিক্ষক বাতায়নের এই উদ্যোগটি ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, শিক্ষক বাতায়নের ভার্সন-৩ এর উন্নয়ন কাজ চলমান রয়েছে।   

শিক্ষক বাতায়নে (ভার্সন ৩)-এর ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রোগ্রাম পরিচালনায় যেই পরিবর্তনসমূহ আসতে যাচ্ছে। 

১। ডায়নামিক আবেদন প্রক্রিয়া।  

২। সক্রিয় অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য ব্যাজ প্রদান।  

৩। সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক মনিটরিং হবে।    

৪। পুরো মনিটরিং প্রক্রিয়াটি সিস্টেমেটিক ও ডায়নামিক হবে। 

৫। মাসিক ও ত্রৈমাসিক মনিটরিং-এ অ্যাম্বাসেডর শিক্ষকদের শিক্ষক বাতায়নে পারফরমেন্স/কার্যক্রম দেখা হবে এবং নির্দিষ্ট মান অর্জনে ব্যার্থ হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অ্যাম্বাসেডরশিপ বাতিল হবে। 

৬। একটি স্বয়ংক্রিয় নোটিফিকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষকদের সকল তথ্য অবগত করা হবে। 

৭। বাতিলকৃত অ্যাম্বাসেডরশিপ ফিরে পেতে হলে অ্যাম্বাসেডরশিপ বাতিল হওয়ার পরবর্তী ৬ মাসের কার্যক্রম মনিটরিং করা হবে এবং সন্তোষজনক পারফরমেন্স নিশ্চিত করতে হবে। 


আমরা আশাবাদী ফেব্রুয়ারি ২০২৩ থেকে আমরা ডায়নামিক ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রোগ্রাম শুরু করতে পারবো এবং পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে শিক্ষক বাতায়ন ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করবে। 

সকল জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের সক্রিয় হবার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। 

আপনার যেকোন পরামর্শ পাঠাতে ইমেইল করুন 

[email protected] এই ঠিকানায়। 

ধন্যবাদান্তে 

শিক্ষক বাতায়ন, এটুআই

©️ জনাব অভিজিৎ সাহা স্যারের টাইমলাইন থেকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি