Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জানুয়ারি, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ

ফ্লোচার্ট (Flowchart) কাকে বলে? ফ্লোচার্ট তৈরির নিয়ম

যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট (Flowchart) বলে।

ফ্লোচার্ট তৈরির নিয়মগুলো নিচে দেওয়া হলোঃ

  1. প্রতিটি ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু (Start) এবং শেষ (End) অবজেক্ট থাকবে।
  2. নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে।
  3. নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম থেকে শেষ হবে।
  4. প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে।
  5. তীর (Arrow) চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে।
  6. ফ্লোচার্টে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না।
  7. চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই তবে আকৃতি ঠিক থাকতে হবে।
  8. অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীক ব্যবহার করা যাবে না।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি