ভাষাশহীদদের স্মরণে একুশের চেতনায় আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। একুশের চেতনায় শানিত হয়ে স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান আর বাঙালির সৃজন ও মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমি সেজেছে নতুন সাজে। এখানে বইয়ের পসরা সাজিয়ে বসবেন দোকানিরা। লেখক, পাঠক, ক্রেতা, প্রকাশক, বিক্রয়কর্মী ও দর্শকের পদচারণে এ এলাকা এক মাস মুখরিত থাকবে।জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন।
একুশে বই মেলা-২০২৩

বইমেলা নিয়ে নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, একুশে বইমেলা কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই।নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। গতকাল অমর একুশে বইমেলার নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, বইমেলা কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। লেখক, পাঠক ও দর্শনার্থীরা যেন কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি মনে না করেন সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।মেলা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। ডিএমপি কমিশনার বলেন, কেউ যেন উসকানিমূলক বই প্রকাশ না করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে না লেখে। আমাদের সাইবার ইউনিট কাজ করবে। বইমেলায় আসতে লেখক-প্রকাশকরা কোনো ধরনের হুমকি মনে করলে আমাদের অবহিত করলে ব্যবস্থা নেব। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ির টহল থাকবে। সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইমসিন ভ্যান ও ডগস্কোয়াড প্রস্তুত থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে। ডিএমপি কন্ট্রোল রুমের ভিতরে ব্রেস্ট ফিডিং কক্ষ থাকবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মেলাপ্রাঙ্গণে আসবেন ও নিরাপত্তা বিষয় পর্যবেক্ষণ করবেন। কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন : আন্তর্জাতিক কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন গতকাল উদ্বোধন করা হয়েছে। ” আনুষ্ঠানিকভাবে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলার উদ্বোধন করেন। তবে গতকাল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মেলার দরজা। এদিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নেরও উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু বাংলাদেশ প্যাভিলিয়ন। কিন্তু প্রথম দিনই বাংলাদেশ প্যাভিলিয়নে নতুন সমস্যার মুখোমুখি পড়তে হলো বই বিক্রেতা ও ক্রেতাদের। বই পছন্দ হলেও কেবল অনলাইন পেমেন্ট ব্যবস্থা না থাকায় অনেকেই বই কিনতে পারেননি। নালন্দা পাবলিকেশনের মালিক রেদওয়ানুর রহমান জুয়েল ডিজিটাল পেমেন্ট সমস্যা নিয়ে বলেন, ‘আমাদের যে মোবাইল সিম ব্যবহার করতে হয়, সেটা প্রতি বছর পরিবর্তন করতে হয়। ১৫ দিন ব্যবহার করে সেটা ফেলে দিয়ে ফের নতুন সিম তুলতে হয়। সে কারণেই ডিজিটাল পেমেন্টের সুবিধা দিতে পারছি না। তার ওপর সোয়াইপ মেশিন নেই। এ সুবিধা থাকলে আমাদের বই বিক্রি আরও বেড়ে যেত। ’ প্রিয়মুখ প্রকাশনীর আহমেদ ফারুক জানান, অনেক ক্রেতাই এসে জানতে চাইছেন অনলাইন পেমেন্ট কেন হচ্ছে না? সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অনুমতি না দিলে এটা করা মুশকিল। বইমেলায় যে বাংলাদেশ প্যাভিলিয়ন আছে সেটাতে চাইলেই ডিজিটাল ব্যবস্থা করা যেতে পারে বলে অভিমত তার। বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করে ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসও সে কথা স্বীকার করে নিয়ে বললেন, ‘এ সমস্যা (অনলাইন পেমেন্ট) এক দিনে মিটবে না। কয়েকটি দেশের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে।

মতামত দিন


মোহাম্মদ আব্দুল মুহাইমিন
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

ফিরোজ আহমেদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের আজকের সমাবেশ ভিডিও সম্পর্কিত কনটেন্টটি, দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল । কনটেন্টটির লিং-https://www.teachers.gov.bd/content/details/1376772

মোহাম্মদ শাহ আলম
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ।সেই সাথে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত প্রদান করার জন্য বিনীত অঅনুরোধ করছি।

মোঃ হুমায়ন কবির
আসসালামু আলাইকুম । পূর্নঙ্গ লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য অভিনন্দন ও শুভকামনা । আপনার পেশাগত জীবনের উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আপলডকৃতবাল্য বিবাহ ও মুক্তিযুদ্ধের গল্প দেখে লাইক ও রেটিং সহ আপনার সু-চিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ মুমিনুল হক
🌷🌷লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১২৭ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌷🌷 কন্টেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/1380533
সাম্প্রতিক মন্তব্য