৫০ হাজার বছর পর আজ দেখা যাবে বিরল এক ধূমকেতু

সম্প্রতি আবিষ্কৃত বিরল একটি সবুজ ধূমকেতু যাবে পৃথিবীর কাছ দিয়ে। ৫০ হাজার বছর পর এ ধূমকেতু দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী। গত বছরের ২ মার্চ সবুজ এই ধূমকেতুটি আবিষ্কৃত হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এ ধূমকেতু ধরা পড়ে। নাসার গবেষকেরা এই ধূমকেতুটির নাম দিয়েছেন সি/ ২০২২ ই৩ (জেটিএফ)।
ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ রয়েছে, যা সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লাগে।
বিজ্ঞানীরা বলছেন, বরফাচ্ছাদিত ধূমকেতুটি গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে।
মহাকাশসংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান আর্থস্কাই জানিয়েছে, এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৪ কোটি ২০ লাখ কিলোমিটার থেকে ৪ কোটি ৪০ লাখ কিলোমিটার।
উত্তর তারা বা পোলারিস নামের নক্ষত্রের কাছে হালকা সবুজ ধোঁয়া হিসেবে পর্যবেক্ষকেরা ধূমকেতুটি দেখতে পাবেন। মধ্যরাতের পর চাঁদ হেলে পড়লে উত্তর গোলার্ধের পর্যবেক্ষণকারীরা এই ধূমকেতু দেখতে পাবেন।
আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর ধূমকেতুটি ১০ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটবর্তী হবে।

মতামত দিন


মোঃ রওশন জামিল
কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।।

মোঃ নুরুল ইসলাম
লাইক ও রেটিং সহ শুভ কামনা, আমার পেজে আমন্ত্রণ রইলো স্যার ।

মোঃ নুরুল ইসলাম
লাইক ও রেটিং সহ শুভ কামনা, আমার পেজে আমন্ত্রণ রইলো স্যার ।

মোঃ মহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম/আদাব/ নমস্কার, শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার , এডমিন , সেরা কনটেন্ট নির্মাতা , সেরা উদ্ভাবক , সেরা নেতৃত্ব , সেরা অনলাইন পারফর্মার, বাতায়ন প্রেমী সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর মহোদয়কে জানাই আমার অন্তরের অন্তঃস্তল থেকে প্রানঢালা অভিনন্দন ও আষাঢ়ের একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা । শিক্ষক বাতায়নে আমার এই পাক্ষিকের আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক,সুচিন্তিত মতামত ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আপনার একটি লাইক কমেন্ট আমার সারাজীবনের অনুপ্রেরনা হয়ে থাকবে। আমার এপাক্ষিকের কনটেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/1379980

মোঃ মুমিনুল হক
🌷🌷লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১২৭ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌷🌷 কন্টেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/1380533

মোঃ মুজিবুর রহমান
সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোডের জন্য লাইক ও রেটিংসহ ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা। আমার কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল ।
সাম্প্রতিক মন্তব্য