সহকারী শিক্ষক
০৪ ফেব্রুয়ারি , ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ
উদ্যোগক্তাদের পারিবারিক মিলনমেলা (অর্জন গ্রুপ)
দেশের তরুণ উদ্যোক্তা ও তাদের পরিবার নিয়ে মহা-মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে অর্জন গ্রুপ। আগামী ২১ অক্টোবর রাজধানী উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিলন মেলা।
২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়া অর্জন নামের এই ব্যবসায় গ্রুপ বেশ সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। যেখানে গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন নাজনীন আফরোজ তার ২২ বছরের উদ্যোক্তার অভিজ্ঞতা দিয়ে মাত্র কয়েক মাসে অর্জন করেছে বেশ সুনাম।
এবার উদ্যোক্তাদের পরিবার নিয়ে অর্জন গ্রুপের এডমিন নাজনীন আফরোজ আয়োজন করতে যাচ্ছে সুন্দর একটা মহা মিলন। যেখানে থাকছে শিশুদের নিয়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক ব্যবস্থা। থাকছে মায়েদের পণ্য প্রদর্শন ও পরিচিত পর্ব। সব শেষ থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।
এসময় গ্রুপ প্রধান নাজনীন আফরোজ জানান, বৈশ্বিক মহামারির পর বাচ্চাদের বেশীরভাগ অসুস্থ হওয়ার পথে। আর তাইতো সেই জীবন থেকে একটা দিন আনন্দের ভিতর কাটিয়ে সোনামণিরা যদি কিছুটা শান্তি পায় সেটাই প্রধান উদ্দেশ্য।