Loading..

প্রকাশনা

০৫ ফেব্রুয়ারি , ২০২৩ ০৫:৪২ অপরাহ্ণ

কাঁপে ঘুঘুর মন

কাঁপে ঘুঘুর মন


ছুটির দিনের একলা বিকেল

বিষণ্ণতায় ভরা,

নেইকো তুমি সেই শোকেতে

নামলো বাদল ধারা।


গাছের ডালের দু’টি ঘুঘু 

উড়াল দিয়ে গিয়ে,

বসলো তারা বীজন মাঠের 

পাতার কুটীর ছায়ে।


হিমেল বাতাস জুড়ায় পরাণ 

কাঁপন লাগে পায়ে,

উষ্ণতারই আশায় তারা 

মেশে গায়ে গায়ে।


বাদল ধারার ঝাপ্টা এসে 

ভেজায় কুটীর, বন

বারিস ভরা বাদল দিনে 

কাঁপে ঘুঘুর মন।


চঞ্চু পরে চঞ্চু রেখে 

উষ্ণতাকে খোঁজে,

নেইকো খেয়াল এরি ফাঁকে 

ঘুঘুর শরীর ভেজে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি