Loading..

প্রেজেন্টেশন

১৬ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

শ্রেণি-৮ম,আকাইদ ও ফিকহ্ এর হালাল ও হারাম,অধ্যায়- তৃতীয়, পাঠ- প্রথম

                                              শিখনফল


হালাল ও হারাম ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা। সাধারণত ইসলামী শরিয়তের দৃষ্টিতে সব বৈধ বিষয়কে হালাল ও সব অবৈধ বিষয়কে হারাম বলা হয়। হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাই প্রত্যেক মুমিন নিঃসংকোচে তার অনুসরণ করে। কেননা সে বিশ্বাস করে, ‘তিনি তাদের জন্য পবিত্র (ও উত্তম) বস্তু হালাল করেছেন এবং অপবিত্র (ও অনুত্তম) বস্তু হারাম করেছেন।’ (সুরা আরাফ, আয়াত : ১৫৭)তাই আমার কনটেন্টটিতে এ বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

আমার আপলোডকৃত এ পাক্ষিকের আকাইদ ও ফিকহ্ এর হালাল ও হারাম সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।