Loading..

খবর-দার

১৮ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:৪২ অপরাহ্ণ

যেসব অ্যাপের মাধ্যমে আবহাওয়ার খবর পাবেন

যেসব অ্যাপের মাধ্যমে আবহাওয়ার খবর পাবেন

স্মার্টফোনের বেশ কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে প্রতিক্ষণের আবহাওয়া সংবাদ জানাবে। বর্তমানে গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের আবহাওয়ার আপডেট জানায়। তবে আপনি যদি প্রতিক্ষণের আবহাওয়া আপডেট নোটিফিকেশন আকারে এবং আগেভাগেই জানতে চান তাহলে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এমন তিন অ্যাপ সম্পর্কে-

ওভার ড্রপ (Overdrop)

এ অ্যাপে দুর্দান্ত অ্যানিমেশন দেখতে পাবেন। অ্যানিমেশনের কথা ভেবেই এ অ্যাপ ডিজাইন করা হয়েছে। আবহাওয়া ছাড়াও এ অ্যাপ থেকে বায়ু দূষণ দেখে নিতে পারবেন। আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে তা দেখিয়ে দেবে এই অ্যাপ।

স্টর্ম বাই দ্য ওয়েদার চ্যানেল (Storm by The Weather Channel)

স্টর্ম রাডার অন্যান্য আবহাওয়ার অ্যাপ থেকে একটু আলাদা। এটি সারাক্ষণের আবহাওয়ার খবর তো দিবেই সঙ্গে সঙ্গে গুরুতর আবহাওয়ার খবরও জানাবে আপনাকে। যেমন- টর্নেডো, প্রচণ্ড বজ্রঝড়, হারিকেন এবং অন্যান্য দুর্যোগের খবরও। অ্যাপটি বিনামূল্যে প্লে স্টোরে পাবেন।

ওয়েদার বাগ (WeatherBug)

এটি পুরনো আবহাওয়া অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি। এ অ্যাপটিতে সারা দিনের রোদ বৃষ্টির খবর পাবেন। আবার আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, রাডার, আবহাওয়ার সতর্কতা এবং আরও অনেক কিছু পাবেন। এটিতে ১৮টি ভিন্ন আবহাওয়ার মানচিত্র, একটি বজ্রপাতের সতর্কতা ব্যবস্থা, ট্র্যাফিক পরিস্থিতিও জানা যায়। বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় অ্যাপটি।

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন।