Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

আসুন বাংলা apps download করে, বাংলা লিখি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে সকল শহিদের প্রতি শ্রদ্ধা। 


বাংলা ভাষা-আমাদের গর্ব 💖

আসুন ভাষার সঠিক চর্চা করি 

💝💝💝💛💚💖💖💞💝


আমাদের  বাংলা ভাষা আজ পৃথিবীর অষ্টম ভাষা । একদিন এ ভাষাকে সুকৌশলে  গলাটি হত্যার চেষ্টা করেছে পাকিস্তানী বর্বরা ।

এ ভাষার জন্য শহীদ হয়েছেন  সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই ।

জাতি হিসাবে আমাদের গর্ব -বাঙালি জাতিই এক মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন ।

আজ আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।


আমাকে আপনাকে আর জীবন দিতে হবে না, রাজপথে নামতে হবে না ।

আমাদের সামান্য দায়িত্ব আমরা যেন ভাষার সঠিক চর্চা করি ।আমরা যেন নিজের ভাষাটাকে অন্যের ভাষায় না লিখি । ভাষা শুদ্ধ রূপে লিখি ।উচ্চারণ করি ।

বাংলার সাথে ইংরেজি মিশিয়ে জগাখিচুড়ী ভাষায় কথা না বলি। বাংলাকে বাংলায় লিখি। ইংরেজিকে ইংরেজিতে লিখি।

 

সুতরাং বাংলা apps download করুন । রক্ত দেওয়ার চেয়ে কঠিন নয়। প্রিয় ভাষাকে ইংরেজি হরফে লিখে অপমান করবেন না। হাজার টাকার GB কিনতে পারি নিজের ভাষার জন্য সামান্য একটু apps download করব না? 


আসুন শপথ নেই- আমি আমার ভাষা শুদ্ধ করে লিখব (হোক বইয়ের ভাষা, হোক আঞ্চলিক ভাষা )   ।বাংলিশ লিখব না ।

বাংলিশ এ কমেন্ট বা পোস্ট করব না ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি