Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৫ মার্চ, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

শিক্ষা উপকরণ মেলা ২০২৩, আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস,কুমিল্লা।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩. 

"মানসম্মত প্রাথমিক শিক্ষা, 

স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা " 

এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কুমিল্লা  জেলা প্রাথমিক শিক্ষা  অফিসের উদ্যোগে কুমিল্লা পালিত হয়েছে "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০২৩"। ১২ ই মার্চ থেকে ১৪ ই মার্চ পর্যন্ত  বিভিন্ন কর্মসূচির  ধারাবাহিকতায় ১৫ তারিখ  অনুষ্ঠিত হয়েছে " শিক্ষা উপোকরণ মেলা, উপকরণ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। 

তবে উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই শিক্ষা উপকরণ মেলায় বরাদ্দ বৃদ্ধি করে আরও আকর্ষনীয় ও শিক্ষার্থীদের পরিদর্শনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার। উপকরণ ব্যবহার করে শ্রেণি কক্ষে পাঠদান একদিকে যেমন শিখন স্থায়ী হয় অন্য দিকে  শিক্ষকের সক্ষমতা পরিমাপ করা যায়। হাতে তৈরি এ সকল উপকরণ একজন শিক্ষকের সৃজনশীলতার বিকাশ ঘটে।প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াডের উপকরণগুলো সত্যি আর্ষনীয় ও সহজলভ্য। সাজেদা সুলতানা লিখা, সহকারী শিক্ষক, গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চৌদ্দগ্রাম, কুমিল্লা।ম্যাডামের এই উপকরণ ব্যবহার বিষয়ক ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি