Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ মার্চ, ২০২৩ ০৭:২২ অপরাহ্ণ

বিআরটিসি

বিআরটিসি 

উড়িউড়ি ঘুরিঘুরি বিআরটিসি চলে,

প্লাস্টিক বাঁধা তবু ভরে থৈ থে জলে।

কন্ট্রাক্টর ছাতা ধরে না যায় যেন ভিজে,

বিআরটিসির মানইজ্জত ফুটা হবে কি যে!

বিমানের মতো সে গোত্তা খেয়ে উড়ে,

ঘুড়ির মত ভোকাট্টা হয়ে পড়ে মাথা ঘুরে।

ডাক্তার এল বৈদ্যি এল, মাথাঘোরা রোগে,

আহা বিআটিসি মেম কত্ত রোগে ভোগে!

আলট্রাসনো দিল বৈদ্য ডাক্তার হেসে খুন,

হাফ সেঞ্চুরী বছরেও নাই কোন তার গুণ।

দশ মাসেই ভূমিষ্ট হয় মানবশিশু ঘরে,

এত্ত বছর পরেও কাঁপে বিআরটিসি জ্বরে।

আরো দেখুন