Loading..

খবর-দার

২০ মার্চ, ২০২৩ ০৭:২৫ অপরাহ্ণ

"জনসাধারণের জন্য ‘মানসিক স্বাস্থ্য’" বিষয়ক অনলাইন কোর্স।

সুস্বাস্থ্য ও কল্যাণের একটি অবিচ্ছেদ্য অংশ হলো মানসিক স্বাস্থ্য। বর্তমান উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশ সরকারও সমস্যার ব্যাপকতা বিবেচনা করে মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া শুরু করেছে। বাংলাদেশের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৮.৭ শতাংশ এবং শিশুকিশোরদের মধ্যে ১২.৬ শতাংশের মানসিক সমস্যা বিদ্যমান। সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন নেতিবাচক কিংবা ভ্রান্ত ধারণা রয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় দশ লাখ মানুষের আত্মহত্যার ৯০ শতাংশের জন্য দায়ী মানসিক স্বাস্থ্য সমস্যা। মানসিক স্বাস্থ্য সংকটের কারণে শারীরিকভাবে অসুস্থ হবার ঝুঁকি বেশি থাকে, এই সমস্যার কারণে সৃষ্ট অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবও কম নয়। মানসিক স্বাস্থ্য সমস্যার নানা ধরণের কার্যকরী চিকিৎসা থাকলেও আমাদের দেশের বেশিরভাগ মানুষই চিকিৎসা আওতার বাইরে থেকে যায়, যার হার ৭৫ শতাংশেরও বেশি। বাংলাদেশের প্রায় ৩৭.৬ শতাংশ জনগণ মানসিক রোগের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন। ৫০ শতাংশেরও বেশি মানুষ মনে করেন মানসিক অসুস্থতা অতিপ্রাকৃত কারণে হয়। এই সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা মানসিক রোগীদের সক্রিয়ভাবে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করে। সামাজিক অমর্যাদা ও বৈষম্যের কারণে মানসিক সমস্যাসমুহ চিকিৎসা সেবার আওতার বাইরে থেকে যাচ্ছে যার পারিবারিক ও সামাজিক প্রভাব উল্লেখযোগ্যহারে পড়ছে।