Loading..

মুজিব শতবর্ষ

২৩ মার্চ, ২০২৩ ০৭:৫১ অপরাহ্ণ

জাতির প্রান মুজিব
"জাতির প্রান মুজিব"
কলমে- শুক্লা বর্মা
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ১৭ই মার্চ তুমি
জন্ম নিয়েছিলে বীর যোদ্ধা জাতির প্রান।
তুমি মহান,জনগনের বন্ধ,সোনার খনি
দেশ দরদী ,পিতা শেখ মুজিবুর রহমান।।
দেশকে বাঁচাতে ,জাতিকে বাঁচাতে
অকাতরে তুমি দিয়েছিলে প্রান।
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
চির অমর, পিতা শেখ মুজিবুর রহমান।।
তোমার রক্তের বিনিময়ে পেয়েছি মাতৃভাষা
মা-বোনদের মান, কুটি মানুষের প্রান।
তুমি তিমিরের প্রদীপ,অবিসংবাদিত নেতা
নয়নের মনি ,পিতা শেখ মুজিবুর রহমান।।
৭ইমার্চ তুমি বজ্রকন্ঠে দিয়েছিলে ভাষন
ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহবান।
তুমি ধর্ম নিরপেক্ষতা,মিছিলের উদ্দীপনা,
স্বপ্ন দ্রষ্টা, পিতা শেখ মুজিবুর রহমান।।
তুমি অমর,তুমি অক্ষয়,তুমি অবিনশ্বর
তুমি চিরদিনেই শিশুর মত অম্লান।
তুমি মানব ধর্মের শিখা,ভোরের আগমনি বার্তা,
পথ প্রদর্শক, পিতা শেখ মুজিবুর রহমান।।
তুমি অমর হয়ে বেঁচে আছো এবং থাকবে
তোমার স্মৃতি তোমার কৃতি চিরদিন বহমান।
তুমি দিয়াছো বাঙালীর মুক্তির দিশারী,
মুক্তির সনদ, পিতা শেখ মুজিবুর রহমান।।
আজ শুভ দিনে গোটা জাতি স্মরন করেছি তোমায়
তুমি যেখানেই থাক,ভাল থাক হে মহান।
তুমি চিরকাল অমর হয়ে থাকবে বাঙালীর হৃদয়ে
শ্রদ্ধা ভরে স্মরিব তোমায় পিতা শেখ মুজিবুর রহমান।।
আজ তোমার জন্মদিনে তোমাকে অনুসরন করে
সকলে যেন হতে পারে দেশ দরদী ও হৃদয়বান।
শুভ জন্মদিনে আমার শতকুটি প্রনাম ও বিনম্র শ্রদ্ধা
রইল পিতা শেখ মুজিবুর রহমান।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি