Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ মার্চ, ২০২৩ ০৪:১০ অপরাহ্ণ

মাছের বার-বি-কিউ

দোকানে দোকানে সাজানো আছে হরেক রকমের মাছ। তাতে দেওয়া আছে বাহারি রকমের মসলা। মসলার ঘ্রাণ আর পোড়া মাছের গন্ধে মৌ মৌ করছে সেন্টমার্টিন দ্বীপের আকাশ বাতাস। আর পর্যটকদের মধ্যেও যেন কোন ক্লান্তি নেই। সারাদিন সমুদ্রে দপাদপি করে রাতে উপকূলীয় দোকানগুলোর সামনে ঠাঁয় দাঁড়িয়ে থেকে যেন সামুদ্রিক মাছের বার-বি-কিউ খেয়েই ছাড়ছে। বার-বি-কিউ নেই কোথায়, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের যত্রতত্র মাছের বার-বি-কিউ শপ।

আরো দেখুন