Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ এপ্রিল, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

মঙ্গল শোভাযাত্রা ৫

বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নান্দনিক এই আয়োজন ছাড়া নতুন বছরকে স্বাগত না জানালে যেন পানসে হয়ে যায় সব আয়োজন। তাই প্রতি বছরের প্রথম সূর্যোদয়ে চারুকলার গেট থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল (বর্তমান ইন্টারকন্টিনেন্টাল) পর্যন্ত নানা রকমের মুখোশ ও শিল্পকর্ম নিয়ে মিছিল বের করে শিল্পী-বুদ্ধিজীবী ও ছাত্র-জনতা। তবে এ বছর মঙ্গল শোভাযাত্রা নিয়ে দেখা দিয়েছে সংশয়!



শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেল পর্যন্ত রাস্তাটি খুড়ে রাখা হয়েছে মেট্রোরেলের কাজের জন্য। চারুকলার সামনে থেকে টিএসসি পর্যন্তও চলছে কাজ। তাহলে এবার কি রাস্তা বদলাবে মঙ্গল শোভাযাত্রার?


চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রকলা বিষয়ের শিক্ষক নিসার হুসেইন বলছেন, হ্যাঁ, এবার মঙ্গল শোভাযাত্রা রাস্তা পরিবর্তন করা হচ্ছে। এ বছরে আমরা রূপসী বাংলার দিকে না গিয়ে ঢাকা ক্লাব হয়ে রমনায় ঘুরে চারুকলায় ফিরবো। এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছি।



তিনি আরো বলেন, আগে বারডেমের ওখানে একটা উড়াল সেতু ছিলো। সেখান থেকে গণমাধ্যমের কর্মীরা ছবি নিতে পারতো। সেই উড়াল সেতুটা আর নেই। তাই ঢাকা ক্লাবের ওদিকে যাবো আমরা। সেখান থেকেই গণমাধ্যমের কর্মীরা ছবি ও ফুটেজ নিতে পারবে।


এতে করে কি মঙ্গল শোভাযাত্রার জৌলুশ কমবে? এ প্রশ্নের উত্তরে নিসার হুসেন বলেন, মোটেও না। আগে যতটুকো রাস্তা যেতাম এবারো ততটুকোই যাবো। আগের মতোই নান্দনিক হবে সবকিছু। আর সব সময় যে একই পথে হাঁটতে হবে সেই নিয়মও তো কোথাও বলা নেই। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসতেই পারে। 


আরো দেখুন