Loading..

প্রেজেন্টেশন

০৭ মে, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ণ

দরিদ্র আইন

উক্ত প্রেজেন্টেশনে দরিদ্র আইন সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ পাওয়া যাবে।

দরিদ্র আইন :

Øচতুর্দশ শতকে সামন্তযুগের অবসান, রেনেসাঁর প্রভাবে সৃষ্ট ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, ইংল্যান্ড সহ ইউরোপের সর্বত্র প্লেগ রোগের প্রভাব, শিল্পবিপ্লবের সূচনা প্রভৃতি কারণে ইংল্যান্ডের সমাজ জীবনে বিভিন্ন সমস্যা উদ্ভব হয়। এসব আর্থসামাজিক অবস্থা ইংল্যান্ডে দরিদ্র অবস্থাকে চরম পর্যায়ে নিয়ে যায়

Øসাধারণত দরিদ্রতা নিরসনের জন্য যে আইন প্রণীত হয় তাকে দরিদ্র আইন বলে। মূলত দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদান, দরিদ্রদের নিয়ন্ত্রণ অথবা দারিদ্র্য প্রসার প্রতিরোধকল্পে সরকারি পর্যায়ে গৃহীত যেকোনো আইনগত ব্যবস্থাকে দরিদ্র আইন বলা হয়। বস্তুত চতুর্দশ শতাব্দী হতে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত দরিদ্রদের নিয়ন্ত্রণ ও দমনমূলক আইনকে দরিদ্র আইন বলা হয় এসব দরিদ্র আইন দরিদ্রাগার স্থাপন, শ্রমাগার স্থাপন, ত্রাণ ও সাহায্য, যোগ্য-অযোগ্য দরিদ্র এবং ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণের আইনগত ভিত্তি তৈরি করে
Øদরিদ্র আইনগুলোর মধ্যে শ্রমিক আইন ১৩৪৯, রাজা অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন ১৫৩১, এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ এবং দরিদ্র আইন সংস্কার ১৮৩৪ বিশেষভাবে উল্লেখ্য।