Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ মে, ২০২৩ ০৫:০৬ অপরাহ্ণ

গ্রীষ্মের রঙিন ফুল ৮

গ্রীষ্মের রঙিন ফুল


গনগনে রোদ্দুর প্রখর তাপ হয়ে ঝরে গ্রীষ্মের প্রকৃতিতে। তপ্ত বাতাস জ্বালা ধরিয়ে দেয় শরীর ও চোখে। আবার এই আগুনঝরা গ্রীষ্মই আমাদের দৃষ্টিতে প্রশান্তির পরশ বুলিয়ে যায় তার বর্ণিল ফুলের সমারোহে। চারপাশের সব রুক্ষতা যেন হারিয়ে যায় এ রঙের ঝাঁপির মাঝে। চলতি পথে কৃষ্ণচূড়ার গাঢ় লাল দেখে থমকে দাঁড়ায় তৃষ্ণার্ত পথিক। আবার কখনও লালের ফাঁকে উঁকি দেয় বেগুনি জারুল ফুল। সোনাঝরা সোনালু ফুলের গাছ ঝলমল করতে থাকে আপন মহিমায়। এছাড়াও  রাধাচূড়া, শিমুল,ভাটফুল, কুরচি,করবীসহ নানা ফুলের চমৎকার রঙ গ্রীষ্মের দাবদাহ থেকে খানিকটা হলেও স্বস্তি দিয়ে যায় আমাদের। ইট কাঠের ফাঁকে ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের ফুলগুলো তীব্র রোদের ঝলকানিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে।

আরো দেখুন