Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ মে, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

দুই বিঘা জমি’

দুই বিঘা জমি’ একটি কাহিনী কবিতা। দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়াতে সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া উপেন সন্ন্যাসী হয়ে গ্রাম গ্রামান্তরে ঘােরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চির পরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ করে তার ছােটবেলার স্মৃতিবিজড়িত সেই আমগাছটি এখনও আছে। সেই আমগাছের ছায়াতলে বসে ক্লান্ত-শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করল। হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ল তার কোলের কাছে। আমটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করল। কিন্তু তখনই ছুটে এল মালি। উপেনকে জমিদারের নিকট হাজির করা হলাে। জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন, সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় ও ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। দুই বিঘা জমি’ কবিতাটিতে ভূস্বামী এদেরই প্রতিনিধি।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি