খবর-দার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২৫ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম ১৭ মে,২০২৩ ১৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ০.০০ রেটিং ( )

১৫ মে, বিকেল ০৪.০০ ঘটিকায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২৫ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ স্যার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ, ভাষা আন্দোলনের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শাহাদাতবরণকারী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে যে সকল মরহুম আলেম-ওলামারা নিরলস কাজ করেছেন তাদের স্মরণ করে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের রুহের শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের-এর খতিব মাওলানা মোঃ রুহুল আমিন।

মতামত দিন